কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া পৌরসভা কার্যালয়ে মেয়রের অফিস কক্ষের তালা ভেঙে ক্যামেরা, নগদ টাকা, ইলেকট্রনিক ডিভাইসসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরির ঘটনা ঘটেছে। আজ রোববার পৌরসভা কার্যালয়ে মেয়রের অফিস কক্ষে এ চুরির ঘটনা ঘটে।
খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা, সিআইডিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে কাজ শুরু করেছেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের ধরতে এবং শনাক্তের জন্য সব ধরনের চেষ্টা চালাচ্ছে পুলিশ। পরবর্তীকালে বিস্তারিত জানানো হবে।’
জানা যায়, আজ সকালে পৌরসভা কার্যালয়ের কয়েকজন কর্মচারী মেয়রের অফিস কক্ষের তালা ভাঙা দেখতে পেয়ে কর্মকর্তাদের খবর দেন। কর্মকর্তারা এসে অফিসের ভেতরে ঢুকে সবকিছু এলোমেলো দেখতে পান। পরে শিক্ষাবৃত্তির টাকা, ক্যামেরা, ইলেকট্রনিক ডিভাইস ও কাগজপত্র চুরির বিষয়টি জানতে পারেন।
এ বিষয়ে কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে শুনতে পেলাম আমার অফিস রুমের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। খুবই দুঃখজনক ঘটনা। কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানি না। যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে পৌর মেয়রের কার্যালয়ে পৌরসভার ১০টি হাট-বাজার ইজারার দরপত্র ছিনতাইয়ের ঘটনা ঘটে। একই সময়ে এক দরদাতা দরপত্র টেন্ডার বাক্সে ফেলতে গেলে পুলিশের সামনেই সাবেক এক ছাত্রলীগ নেতার হাতে হামলার শিকার হন। এই নিয়ে সারা দেশে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। মেয়রের অফিস কক্ষে চুরির ঘটনা ওই ঘটনার সঙ্গে কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
কুষ্টিয়া পৌরসভা কার্যালয়ে মেয়রের অফিস কক্ষের তালা ভেঙে ক্যামেরা, নগদ টাকা, ইলেকট্রনিক ডিভাইসসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরির ঘটনা ঘটেছে। আজ রোববার পৌরসভা কার্যালয়ে মেয়রের অফিস কক্ষে এ চুরির ঘটনা ঘটে।
খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা, সিআইডিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে কাজ শুরু করেছেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের ধরতে এবং শনাক্তের জন্য সব ধরনের চেষ্টা চালাচ্ছে পুলিশ। পরবর্তীকালে বিস্তারিত জানানো হবে।’
জানা যায়, আজ সকালে পৌরসভা কার্যালয়ের কয়েকজন কর্মচারী মেয়রের অফিস কক্ষের তালা ভাঙা দেখতে পেয়ে কর্মকর্তাদের খবর দেন। কর্মকর্তারা এসে অফিসের ভেতরে ঢুকে সবকিছু এলোমেলো দেখতে পান। পরে শিক্ষাবৃত্তির টাকা, ক্যামেরা, ইলেকট্রনিক ডিভাইস ও কাগজপত্র চুরির বিষয়টি জানতে পারেন।
এ বিষয়ে কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে শুনতে পেলাম আমার অফিস রুমের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। খুবই দুঃখজনক ঘটনা। কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানি না। যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে পৌর মেয়রের কার্যালয়ে পৌরসভার ১০টি হাট-বাজার ইজারার দরপত্র ছিনতাইয়ের ঘটনা ঘটে। একই সময়ে এক দরদাতা দরপত্র টেন্ডার বাক্সে ফেলতে গেলে পুলিশের সামনেই সাবেক এক ছাত্রলীগ নেতার হাতে হামলার শিকার হন। এই নিয়ে সারা দেশে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। মেয়রের অফিস কক্ষে চুরির ঘটনা ওই ঘটনার সঙ্গে কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
৮ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৭ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫গণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫