Ajker Patrika

জমি নিয়ে বিরোধের জেরে হামলা, আহত ৪ 

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ২২ এপ্রিল ২০২২, ১৩: ৫৬
জমি নিয়ে বিরোধের জেরে হামলা, আহত ৪ 

সাতক্ষীরার পাটকেলঘাটার খলিশখালীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে চার জন আহত হয়েছেন। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার খলিশখালী ইউনিয়নের মঙ্গলানন্দকাটি বিল এলাকায় ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, খলিশখালী মৌজার মঙ্গলানন্দকাটি বিলে তিন একর জমি নিয়ে গোবিন্দ লাল ঘোষ এবং মঙ্গলানন্দকাটি গ্রামের কালাম দফাদার, বারিক দফাদার, কাদের দফাদার গংয়ের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। এ নিয়ে বহুবার সংঘর্ষের ঘটনাসহ হামলা-মামলার ঘটনাও ঘটেছে। আজ সকালে গোবিন্দ ঘোষের বর্গাচাষি আক্তার শেখ, মিজানুর সরদার, সিরাজুল দফাদার, আবু সাইদ ও হাসানুর দফাদার জমিতে চাষের ধান কাটতে গেলে একই এলাকার কালাম দফাদার, বারিক দফাদার ও কাদের দফাদার গংয়ের সঙ্গে হামলার ঘটনা ঘটে। এই হামলায় সিরাজুল দফাদার (৫৪), স্ত্রী রেহেনা বেগম (৪৫), ছেলে হাসানুর দফাদার (২৪) এবং কালাম দফাদার (৪২) আহত হন। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে আহতের উদ্ধার করে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে পাটকেলঘাটা থানার ওসি কাঞ্চন কুমার রায় জানান, ঘটনাটি শোনামাত্র পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মিজানুর সরদার (৫০), সাজ্জাত দফাদার (৫৫) ও বারিক দফাদারকে (৪২) আটক করা হয়েছে।

তবে এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত