Ajker Patrika

চুয়াডাঙ্গা জেলা কারাগারে হত্যা মামলার নারী আসামির মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা জেলা কারাগারে হত্যা মামলার নারী আসামির মৃত্যু

চুয়াডাঙ্গা জেলা কারাগারে হালিমা খাতুন (৬৫) নামের এক হত্যা মামলার আসামির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে কারারক্ষীরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। এ সময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।

এ সময় জেলা কারাগারের কর্তব্যরত চিকিৎসক ডা. মশিউর রহমানও জরুরি বিভাগে উপস্থিত ছিলেন। নিহত হালিমা খাতুন চুয়াডাঙ্গা ফার্মপাড়ার মৃত আবু বক্কর সিদ্দীকের স্ত্রী।

চুয়াডাঙ্গা জেলা কারাগার সূত্রে জানা যায়, গত বছরের ৬ অক্টোবর চুয়াডাঙ্গা জেলা কারাগারে তাঁকে পাঠানো হয়। আজ বিকেল পৌনে ৫টার দিকে তিনি কারাগারে হৃদ্রোগে আক্রান্ত হন। এ সমর কর্তব্যরত কারারক্ষীরা তাঁকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেন। এ সময় জেলা কারাগারের কর্তব্যরত চিকিৎসক ডা. মশিউর রহমান জরুরি বিভাগে উপস্থিত হয়ে পরীক্ষা নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।

ডা. মশিউর রহমান বলেন, কারাগারে হালিমা খাতুন অসুস্থ হয়ে পরলে তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। তিনি স্ট্রোক করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। জরুরি বিভাগে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।

সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া আফরিন বলেন, ‘বিকেল পাঁচটা ১৫ মিনিটের দিকে জেলা কারাগার থেকে এক নারী কয়েদিকে জরুরি বিভাগে নেওয়া হয়। জরুরি বিভাগে আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।’ 

চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেল সুপার (অ. দা.) ও সহকারী কমিশনার বিএম তারিক উজ-জামান মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। ডেথ সার্টিফিকেট এখনো হাতে পাইনি। তবে কারাগারের মেডিকেল অফিসারের দেওয়া তথ্য মতে তিনি স্ট্রোক করে মারা গেছেন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত