Ajker Patrika

ছেলের ধারালো অস্ত্রের আঘাতে বাবা খুন

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৪: ৫৫
ছেলের ধারালো অস্ত্রের আঘাতে বাবা খুন

মেহেরপুরের গাংনীতে মানসিক প্রতিবন্ধী ছেলে মো. সুজন আলীর ধারালো অস্ত্রের আঘাতে বাবা আফেল উদ্দীন (৬০) খুন হয়েছেন। 

আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাজীপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা কালিতলাপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মো. আফেল উদ্দীন হাড়াভাঙ্গা কালিতলাপাড়ার মো. ইয়াদ আলীর ছেলে। 

আফেল উদ্দীনের স্ত্রী মোছা. তহমিনা খাতুন বলেন, সুজন আলী ও তাঁর বাবা আফেল উদ্দীন দুজনেই বাড়িতে থাকাবস্থায় তিনি বাড়ির পাশে একটি দোকানে ডিম কিনতে যান। সেখান থেকে বাড়ি ফিরে স্বামীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় ছেলে সুজন আলীকে বাড়িতে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, সুজন তাঁর বাবাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে পালিয়ে গেছেন। 

ইউপি সদস্য মো. মহিবুল ইসলাম বলেন, ইতিপূর্বে সুজন আলী তাঁর বাবাকে মারধর করেছেন বলে প্রতিবেশী সূত্রে জানা যায়। তবে তিনি মানসিক প্রতিবন্ধী। তিনি বেশ কিছুদিন রাজশাহী, পাবনাসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সুজন বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র ছিলেন। মানসিক সমস্যার কারণে তাঁর জীবন নষ্ট হয়ে গেছে। 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, সুজন আলী পলাতক রয়েছেন। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

খামেনিকে চিঠি দিয়ে যে প্রস্তাব দিলেন ট্রাম্প

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারী বাধ্যতামূলক ছুটিতে, মামলা এখন আদালতের এখতিয়ারে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত