Ajker Patrika

পিস্তল, গুলিসহ ‘সন্ত্রাসী’ হাসান হাওলাদার গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি
গ্রেপ্তার হাসান হাওলাদার। ছবি: আজকের পত্রিকা
গ্রেপ্তার হাসান হাওলাদার। ছবি: আজকের পত্রিকা

খুলনায় পিস্তল, গুলিসহ ‘সন্ত্রাসী’ হাসান হাওলাদারকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে নগরীর খালিশপুর গোয়ালখালী মেইন রোড থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। হাসান গোয়ালখালী এলাকার জনৈক গফুর হাওলাদারের ছেলে।

আজ শনিবার কেএমপি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডেপুটি পুলিশ কমিশনার আবুল বাসার মোহাম্মাদ আতিকুর রহমান বলেন, ঈদুল ফিতর উৎসব ও নিরাপদ পরিবেশে উদ্‌যাপনের লক্ষে আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য অস্ত্রধারী, সন্ত্রাসী, কিশোর গ্যাং গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। ঈদকে সামনে রেখে সন্ত্রাসীরা যাতে মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, সে জন্য পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে।

এরই ধারাবাহিকতায় পুলিশের একটি চৌকশ দল নগরীর খালিশপুর থানাধীন গোয়ালখালী মেইন রোডের একটি টিনশেডের বাড়িতে অভিযান চালিয়ে সন্ত্রাসী হাসান হাওলাদারকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে ৪ রাউন্ড গুলিভর্তি একটি পিস্তল, ১৩ রাউন্ড তাজা পিস্তলের গুলি ও ১১ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় খালিশপুর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

ডেপুটি পুলিশ কমিশনার আরও বলেন, উদ্ধার করা অস্ত্র দিয়ে সাম্প্রতিক সময়ে কোনো অপরাধ সংঘটিত হয়েছে কি না, তা জানার জন্য নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে দিঘলিয়া থানায় একটি মামলা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত