Ajker Patrika

যশোরে সীমান্ত থেকে ১০ কোটি টাকার ডায়মন্ডের গয়নাসহ আটক ১

বেনাপোল (যশোর) প্রতিনিধি  
শার্শায় সীমান্ত থেকে ডায়মন্ডসহ আটক ব্যক্তি। ছবি: আজকের পত্রিকা
শার্শায় সীমান্ত থেকে ডায়মন্ডসহ আটক ব্যক্তি। ছবি: আজকের পত্রিকা

যশোরের শার্শায় সীমান্ত থেকে প্রায় ১০ কোটি টাকার ডায়মন্ডের গয়নাসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম হাফিজুর রহমান (৫৩)। তিনি শার্শার পাঁচভুলট গ্রামের মৃত শাহাদত মোড়লের ছেলে।

বিজিবি জানায়, সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারিরা চোরাই মালামাল ভারত থেকে বাংলাদেশের নিয়ে আসার খবর পায় বিজিবি। পরে পাঁচভুলট বিওপির টহল দল পাঁচভুলট গ্রামের বদিপাড়া রাস্তার পাশে অবস্থান নেয়। এ সময় পাঁচভুলট থেকে ব্যাটারিচালিত ভ্যানে একজন ব্যক্তিকে সীমান্তের দিকে আসতে দেখে। টহল দলের কাছে এলে তাঁর শরীর তল্লাশি করা হয়। এ সময় তাঁর কোমরে স্কচটেপ দিয়ে বেঁধে রাখা ২১০ গ্রামের ৭টি ডায়মন্ডের আংটি, ২টি পায়েল, একটি ব্রেসলেট, ৩টি বালা ও ১২টি নাকফুল উদ্ধার করা হয়।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, এসব গয়নার আনুমানিক বাজার মূল্য ৯ কোটি ৬০ লাখ ৪৫ হাজার টাকা। গয়নাগুলো ট্রেজারি যশোর অফিস এবং ভ্যানসহ আটক ব্যক্তিকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত