কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুরে পাথরবোঝাই ডাম্পট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক ও এক যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুই যাত্রী। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মিরপুর উপজেলার রানাখড়িয়া ঘোড়ামারা নামক স্থানে এ ঘটনা ঘটে।
কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত যাত্রীর নাম তানিয়া আক্তার (৩০)। নিহত অটোরিকশারচালকের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানায়, আজ সকালে একটি সিএনজিচালিত অটোরিকশার কুষ্টিয়া থেকে যাত্রী নিয়ে ভেড়ামারা উপজেলার দিকে যাচ্ছিল। কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মিরপুর উপজেলার রানাখড়িয়া ঘোড়ামারা এলাকায় আসার পর কুয়াশার কারণে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ডাম্প ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে সিএনজিচালক ও এক যাত্রীর মৃত্যু হয়। অটোরিকশায় থাকা আরও দুজন যাত্রীকে গুরুতর আহতাবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
ওসি সৈয়দ আল মামুন বলেন, মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় পর ট্রাক ফেলে চালক ও হেলপার পালিয়ে গেছে। ডাম্প ট্রাকটি জব্দ করা হয়েছে। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুষ্টিয়ার মিরপুরে পাথরবোঝাই ডাম্পট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক ও এক যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুই যাত্রী। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মিরপুর উপজেলার রানাখড়িয়া ঘোড়ামারা নামক স্থানে এ ঘটনা ঘটে।
কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত যাত্রীর নাম তানিয়া আক্তার (৩০)। নিহত অটোরিকশারচালকের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানায়, আজ সকালে একটি সিএনজিচালিত অটোরিকশার কুষ্টিয়া থেকে যাত্রী নিয়ে ভেড়ামারা উপজেলার দিকে যাচ্ছিল। কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মিরপুর উপজেলার রানাখড়িয়া ঘোড়ামারা এলাকায় আসার পর কুয়াশার কারণে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ডাম্প ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে সিএনজিচালক ও এক যাত্রীর মৃত্যু হয়। অটোরিকশায় থাকা আরও দুজন যাত্রীকে গুরুতর আহতাবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
ওসি সৈয়দ আল মামুন বলেন, মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় পর ট্রাক ফেলে চালক ও হেলপার পালিয়ে গেছে। ডাম্প ট্রাকটি জব্দ করা হয়েছে। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
৬ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
১৯ দিন আগেগণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
২৩ দিন আগেচাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
৩১ জানুয়ারি ২০২৫