ভেড়ামারায় জাসদ ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি
Thumbnail image

কুষ্টিয়ার ভেড়ামারায় নাফিস আহমেদ তুষার (২৮) নামে এক জাসদ ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (০৫ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। 

এর আগে সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর বাজারে দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তুষার মোকারিমপুর ইউনিয়ন জাসদ ছাত্রলীগের সহ–সম্পাদক। 

তুষারের বাবা রবিউল ইসলাম রবি আজকের পত্রিকাকে বলেন, সন্ধ্যা ৭টার দিকে গোলাপনগর বাজারের পাশে দুর্বৃত্তরা তুষারকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। রাজশাহী নেওয়ার পথে তুষারের মৃত্যু হয়। 

রবিউল বলেন, ‘আমার ছেলে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র। ১৭ রোজায় ছুটিতে সে ঢাকা থেকে বাড়িতে এসেছে। সংবাদ শোনার সঙ্গে সঙ্গে আমি স্বাস্থ্য কমপ্লেক্সে চলে গেছি। সেখান থেকে রাজশাহী। বাড়ি গিয়ে ভালো করে জেনে বলতে পারব আমার ছেলেকে কারা হত্যা করেছে।’

ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘ধারালো অস্ত্রের আঘাতে আহত ওই যুবকের দুই পায়ের রগ বিচ্ছিন্ন হয়ে রক্তক্ষরণ হচ্ছিল। তা ছাড়া পিঠে একাধিক গভীর ক্ষতের চিহ্ন ছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহীতে রেফার করা হয়েছিল।’

এদিকে জাসদ ছাত্রলীগ নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। 

জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায় জানান, তুষার ইউনিয়ন জাসদ ছাত্রলীগের সহসম্পাদক। তাঁর বাবাও ইউনিয়ন জাসদের সাংগঠনিক সম্পাদক।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, হত্যার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত