Ajker Patrika

ময়মনসিংহে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, পাইপগান জব্দ

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, পাইপগান জব্দ

ময়মনসিংহের ত্রিশাল থেকে অস্ত্র তৈরির কারিগর মো. বাবুল মিয়া (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। এ সময় তাঁর কাছ থেকে একটি দেশীয় পাইপগান জব্দ করা হয়। আজ শনিবার বিকেলে র‍্যাব-১৪ এর কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃত মো. বাবুল মিয়া জেলার ত্রিশাল উপজেলার কাঠাল গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে। 

এর আগে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ত্রিশালের কালিরবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

এ বিষয়ে র‍্যাব-১৪ পুলিশ সুপার মনসুরা বেগম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি দেশীয় পাইপগানসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, দীর্ঘদিন যাবৎ তিনি দেশীয় অস্ত্র তৈরি করে বিক্রি করতেন। তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত