ময়মনসিংহের কালু শাহ মাজার এলাকায় ১৪৪ ধারা জারি

ময়মনসিংহ প্রতিনিধি
Thumbnail image
হজরত শাহ সুফি সৈয়দ কালু শাহ (রহ.)-এর মাজার ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহে ২০০ বছরের পুরোনো হজরত শাহ সুফি সৈয়দ কালু শাহ (রহ.)-এর মাজার ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। আজ মঙ্গলবার সকাল পৌনে ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়। নির্দেশনা মেনে চলতে করা হয় মাইকিং।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, থানার ঘাট থেকে ট্রাফিক অফিস পর্যন্ত আজ একাধিক পক্ষ একই স্থানে এবং একই সময়ে সভা-সমাবেশ ডেকেছে। উক্ত সমাবেশ ঘিরে এলাকায় চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এর ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা আছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

৮ জানুয়ারি ১৭৯তম বার্ষিক ওরস উপলক্ষে নগরের থানার ঘাট ব্রহ্মপুত্র নদের পারে কাওয়ালি গানের আয়োজন করেন ভক্তরা। রাত ১১টার দিকে গানের অনুষ্ঠান শুরুর পর সাড়ে ১১টার দিকে সেখানে হামলা চালানো হয়। দ্রুত শিল্পীদের সরিয়ে দেওয়া হয়। মঞ্চ, চেয়ার, শামিয়ানা গুঁড়িয়ে চলে যায় দুর্বৃত্তরা। পরে রাত ৩টার দিকে ২০০ বছরের পুরোনো মাজারে হামলা হয়।

মাজারের পাকা স্থাপনার কিছু অংশ ও ভেতরে থাকা জিনিসপত্র ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় ৯ জানুয়ারি রাতে কোতোয়ালি মডেল থানায় মাজারটির অর্থ সম্পাদক মো. খলিলুর রহমান বাদী হয়ে ১ হাজার ৫০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা করেন।

মাজারে হামলা, ভাঙচুর চালানোর পর এখনো সংস্কার করা হয়নি। ছবি: আজকের পত্রিকা
মাজারে হামলা, ভাঙচুর চালানোর পর এখনো সংস্কার করা হয়নি। ছবি: আজকের পত্রিকা

মাজারে হামলা, ভাঙচুর, লুট, দানবাক্স ডাকাতি ও কোরআন শরিফ পোড়ানোর ঘটনায় নিন্দা এবং প্রতিবাদ জানানোর লক্ষ্যে বাংলাদেশ সুফিবাদ ঐক্য পরিষদ আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে মানববন্ধনের আয়োজন করে। ভাঙচুর করা মাজারের সামনে এ মানববন্ধনের আয়োজন করলে উত্তেজনা শুরু হয়। গতকাল সোমবার রাতে ময়মনসিংহ বাউল সমিতির সাধারণ রেজাউল করিম আসলাম নিজের ফেসবুকে কর্মসূচি প্রকাশ করেন।

আজ সকাল সাড়ে ১১টার দিকে মাজারের সামনে গিয়ে দেখা যায়, কোনো লোকজন নেই। পাশেই একটি গাড়িতে পুলিশ বসে আছে। ১৪৪ ধারা জারির বিষয়টি জানিয়ে চলছে মাইকিং। তবে সেখানে কোনো কর্মসূচি না হলেও মাজারভক্তরা পাটগুদাম ব্রিজ চায়না মোড়ে প্রতিবাদ কর্মসূচি করেন।

প্রতিবাদ কর্মসূচিটি বেলা ১টা থেকে শুরু হয়ে চলে দেড়টা পর্যন্ত। প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়া সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের সভাপতি ইমতিয়াজ আহম্মেদ তানসেন বলেন, ‘আজকে সকালে মাজার প্রাঙ্গণে প্রতিবাদ কর্মসূচি ছিল বিভিন্ন সংগঠনের, কিন্তু এর আগেই প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। মাজার ভাঙচুরের বিচারসহ পুনর্নির্মাণ না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবেই।’

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান বলেন, ‘মাজারের পক্ষে ও বিপক্ষে একই সময়ে দুই পক্ষের সমাবেশ ঘিরে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পুলিশ মোতায়েন রাখা হয়েছে। আমরা বিষয়গুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পথে এগোচ্ছি। সে ক্ষেত্রে তাদের সহযোগিতা প্রয়োজন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত