Ajker Patrika

ঈশ্বরগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২১ 

প্রতিনিধি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) 
ঈশ্বরগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২১ 

ঈশ্বরগঞ্জে থানা-পুলিশের অভিযানে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ তিনজন, চুরির মামলায় একজন, জুয়ারি ১৫ জন এবং অন্যান্য মামলায় দুজনসহ ২১ জনকে গ্রেপ্তার করে থানা-পুলিশ। আজ শুক্রবার গ্রেপ্তারকৃত আসামিদের ময়মনসিংহ আদালতে পাঠানো হয়েছে। 

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তারকৃতরা হলো, পৌর এলাকার সুজন সিংহ (৪০), স্বপন রাজ ভর (৩০)। তাঁদের কাছ থেকে ৭০ গ্রাম হেরোইন পাওয়া যায়। এ ছাড়াও সোহাগী ইউনিয়নের বগাপুতা গ্রামের মো. ইসলাম উদ্দিনকে (৫৮) ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এ ছাড়াও তারিন্দায়া ইউনিয়নের সাকুয়া গ্রামের ইয়াসিনকে (২৫) চুরির মামলায় গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে উপজেলার জাটিয়া ইউনিয়ন থেকে ১৫ জন জুয়ারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, মো. মাসুম (২৫), মো. রমজান (২৫), মো. সুজন মিয়া (২৭), মো. জাকির হোসেন (২০), মো. নাজিম উদ্দিন (৩৮), মো. আজিম উদ্দিন (৩০), মো. রাকিব (২১), মো. খোকন মিয়া (৩০), মো. রমজান (২৪), মো. আল আমিন (২৬), বিল্লাল (২৮), আল আমিন (২৭), মো. শামছুল হক (২৪), মো. কাজল (৪০), মো. আবু সাঈদ (৩৬)। এ ছাড়াও বড়হিত ইউনিয়নের নয়শিমুল গ্রামের অন্যান্য মামলায় মো. এরশাদ মিয়া (৩০), মো. সুজন মিয়াকে (২৬) গ্রেপ্তার করা হয়।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া বলেন, ‘ফের অভিযান চালিয়ে মাদক, চুরি, জুয়ারি, ও অন্যান্য মামলায় ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের ময়মনসিংহ আদালতে পাঠানো হয়েছে। ঈশ্বরগঞ্জকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লালমাটিয়ায় দুই তরুণীকে যৌন হেনস্তাকারী রিংকু কারাগারে

শিক্ষার্থীদের ধাওয়ায় ক্যাম্পাস ছাড়লেন ইবি শিক্ষক

ভারতে এয়ারটেলের সঙ্গে চুক্তি করল স্টারলিংক, বাংলাদেশে সেবা দেবে কোন কোম্পানি

এবার আদালত চত্বরে সাংবাদিকদের মারধর সেই বরখাস্ত এসপি ফজলুলের

শাহজালাল বিমানবন্দর থেকে প্রবাসীকে অপহরণ, থানায় স্ত্রীর মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত