Ajker Patrika

খাটের নিচে মিলল ৫৩ বোতল ফেনসিডিল, গ্রেপ্তার ১ 

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ২১ জুন ২০২৩, ১৪: ১৬
খাটের নিচে মিলল ৫৩ বোতল ফেনসিডিল, গ্রেপ্তার ১ 

নেত্রকোনার দুর্গাপুরে একটি বাড়িতে অভিযান চালিয়ে ৫৩ বোতল ফেনসিডিলসহ এনামুল হক (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পৌর শহরের সাধুপাড়া এলাকায় তাঁর বাড়িতে অভিযান চালিয়ে ফেনসিডিল জব্দ করা হয়। গ্রেপ্তার এনামুল উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের ভবদেবপাড়া গ্রামের আহসানুল্লাহ হকের ছেলে। 

পুলিশ জানায়, এনামুল পৌর শহরের সাধুপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাসের পাশাপাশি মাদক বিক্রি করতেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় অভিযান চালিয়ে তাঁর ঘরের খাটের নিচ থেকে ৫৩ বোতল ফেনসিডিল জব্দ করে। পরে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়। 

দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. নূরুল আলম জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত