Ajker Patrika

আটপাড়ায় বোনজামাইয়ের হাতে শ্যালক খুন

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১২: ৩২
আটপাড়ায় বোনজামাইয়ের হাতে শ্যালক খুন

নেত্রকোনার আটপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে পিয়াস নামে (১৯) এক যুবককে গলা কেটে হত্যা করেছেন তাঁর বোনজামাই সুনু ফকির। আজ মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাফর ইকবাল। এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে। নিহত পিয়াস উপজেলার বানিয়াগাতী গ্রামের মৃত মজু মিয়ার ছেলে। এ ঘটনায় তাঁর বোন হেনা আক্তার ও বোনজামাইকে আটক করেছে পুলিশ। 

স্থানীয়দের বরাত দিয়ে অফিসার ইনচার্জ জানান, গতকাল সন্ধ্যার দিকে উপজেলার শ্রীরামপাশা এলাকায় রাসেল মিয়ার পতিত জমিতে হেনা আক্তারের সঙ্গে তাঁর মা রুমেলা আক্তারের জমিজমা ও পারিবারিক বিষয়াদি নিয়ে কথা-কাটাকাটি হয়। এ সময় পিয়াস মাকে ফিরিয়ে আনতে গেলে বোনজামাই সুনু ফকিরের সঙ্গে পিয়াসের হাতাহাতি হয়। একপর্যায়ে সুনু ফকির পিয়াসের গলায় ধারালো ছুরি দিয়ে টান দিলে মারাত্মকভাবে আহত হন তিনি। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পিয়াসকে মৃত ঘোষণা করেন। 

মো. জাফর ইকবাল আরও বলেন, ঘটনার পর সুনু ফকির ও হেনা আক্তারকে আটক করা হয়েছে। তাঁরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। লিখিত অভিযোগ পেলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত