ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
সাহ্রি খেয়ে বাড়ির পাশেই মসজিদে ফজরের নামাজ পড়ছিলেন মো. নজরুল ইসলাম (৪৫)। প্রথম রাকাতের পর রুকুতে যেতেই রামদা ও চাপাতি দিয়ে নজরুলকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করেন তাঁরই বড় ভাই জাহাঙ্গীর আলম লিটন (৪৮) এবং ছোট ভাই শামছুল আলম শাহিন (৪০)। এ সময় তাঁদের বড় ভাই বিপুল (৫২) বাধা দিলে তাঁকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়।
আজ শুক্রবার ভোরে ঈশ্বরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চরপুবাইল গ্রামে এ ঘটনা ঘটে। নজরুল ইসলাম ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা প্রয়াত বশির উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৭ সেপ্টেম্বর মারা যান বীর মুক্তিযোদ্ধা বশির উদ্দিন। এর পরপরই তাঁর রেখে যাওয়া সম্পত্তি এবং মুক্তিযোদ্ধা ভাতার টাকা ভাগ–বাঁটোয়ারা নিয়ে ভাইদের মধ্যে কলহ শুরু হয়। বিপুল ও নজরুল একপক্ষ হন। অন্যপক্ষে জাহাঙ্গীর ও শাহীন। তাঁদের কলহ মামলা-মোকদ্দমা পর্যন্ত গড়ায়।
কয়েক দিন আগে বাড়ির একটি গাছ কাটা নিয়ে সেই বিরোধ নতুন রূপ নেয়। এ অবস্থায় বিরোধ মেটাতে গত বুধবার বাড়িতে আসেন নজরুল। গতকাল বৃহস্পতিবার রাতে এসব নিয়ে চার ভাইয়ের মধ্যে বাগ্বিতণ্ডা হয়।
সাহ্রি খাওয়ার পর মসজিদে ফজরের নামাজ পড়তে যান নজরুল ও বিপুল। প্রথম রাকাতের পর রুকুতে যেতেই মসজিদের ভেতরে ঢুকে রামদা ও চাপাতি দিয়ে নজরুলকে উপর্যুপরি কুপিয়ে মারাত্মক জখম করেন জাহাঙ্গীর ও শাহীন। ঠেকাতে গিয়ে আহত হন বিপুল। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নজরুলকে মৃত ঘোষণা করেন। বিপুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পরই অভিযুক্ত দুই ভাই পালিয়ে গেছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ছাড়া অন্য আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
সাহ্রি খেয়ে বাড়ির পাশেই মসজিদে ফজরের নামাজ পড়ছিলেন মো. নজরুল ইসলাম (৪৫)। প্রথম রাকাতের পর রুকুতে যেতেই রামদা ও চাপাতি দিয়ে নজরুলকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করেন তাঁরই বড় ভাই জাহাঙ্গীর আলম লিটন (৪৮) এবং ছোট ভাই শামছুল আলম শাহিন (৪০)। এ সময় তাঁদের বড় ভাই বিপুল (৫২) বাধা দিলে তাঁকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়।
আজ শুক্রবার ভোরে ঈশ্বরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চরপুবাইল গ্রামে এ ঘটনা ঘটে। নজরুল ইসলাম ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা প্রয়াত বশির উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৭ সেপ্টেম্বর মারা যান বীর মুক্তিযোদ্ধা বশির উদ্দিন। এর পরপরই তাঁর রেখে যাওয়া সম্পত্তি এবং মুক্তিযোদ্ধা ভাতার টাকা ভাগ–বাঁটোয়ারা নিয়ে ভাইদের মধ্যে কলহ শুরু হয়। বিপুল ও নজরুল একপক্ষ হন। অন্যপক্ষে জাহাঙ্গীর ও শাহীন। তাঁদের কলহ মামলা-মোকদ্দমা পর্যন্ত গড়ায়।
কয়েক দিন আগে বাড়ির একটি গাছ কাটা নিয়ে সেই বিরোধ নতুন রূপ নেয়। এ অবস্থায় বিরোধ মেটাতে গত বুধবার বাড়িতে আসেন নজরুল। গতকাল বৃহস্পতিবার রাতে এসব নিয়ে চার ভাইয়ের মধ্যে বাগ্বিতণ্ডা হয়।
সাহ্রি খাওয়ার পর মসজিদে ফজরের নামাজ পড়তে যান নজরুল ও বিপুল। প্রথম রাকাতের পর রুকুতে যেতেই মসজিদের ভেতরে ঢুকে রামদা ও চাপাতি দিয়ে নজরুলকে উপর্যুপরি কুপিয়ে মারাত্মক জখম করেন জাহাঙ্গীর ও শাহীন। ঠেকাতে গিয়ে আহত হন বিপুল। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নজরুলকে মৃত ঘোষণা করেন। বিপুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পরই অভিযুক্ত দুই ভাই পালিয়ে গেছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ছাড়া অন্য আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
৭ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৬ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫গণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫