বগুড়ায় ৮ বছরের শিশুকে দলবদ্ধ ধর্ষণের পর ইট দিয়ে মাথা থেঁতলে হত্যা

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ০৬ মে ২০২৩, ১৮: ০৪
আপডেট : ০৬ মে ২০২৩, ১৮: ৫৯

বগুড়ার ধুনট উপজেলায় এক শিশুকে (৮) দলবদ্ধ ধর্ষণের পর ইট দিয়ে মাথা থেঁতলে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিন স্কুলছাত্রকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার বেলা দুইটার দিকে ধুনট থানা থেকে তাদের বগুড়া আদালতে পাঠানো হয়েছে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

আজ সকালের দিকে ধুনট থানা থেকে শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার রাতে উপজেলার একটি স্কুলের সীমানাপ্রাচীরসংলগ্ন পরিত্যক্ত জঙ্গল থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। শিশুটি স্থানীয় একটি স্কুলের ছাত্রী।

আটককৃতদের বাড়ি একই উপজেলায় এবং তারা স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। গতকাল শিশুটির লাশ উদ্ধারের পর ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করে পুলিশ।

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃত তিনজন মাদকাসক্ত। প্রতিদিন বিকেলে তারা স্থানীয় একটি স্কুলের সীমানাপ্রাচীরসংলগ্ন জঙ্গলের পাশে একটি আমগাছতলায় বসে মাদকদ্রব্য সেবন ও মোবাইল ফোনে অশালীন ছবি দেখত। আর ওই জঙ্গলের আমগাছ থেকে প্রতিদিন বিকেলে আম কুড়াতে আসত শিশুটি। প্রায় ১০ দিন আগে থেকে শিশুটিকে ধর্ষণের পরিকল্পনা করে ওই তিন সহপাঠী।

গত বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে শিশুটি আম কুড়াতে জঙ্গলের ভেতর গেলে কৌশলে জঙ্গলের ভেতর নিয়ে গিয়ে প্রথমে একজন ধর্ষণ করে। এরপর তার দুই সহপাঠীও শিশুটিকে ধর্ষণ করে। পরে শিশুটি অচেতন হয়ে পড়ে। একপর্যায়ে ঘটনাটি প্রকাশ হওয়ার ভয়ে শিশুটির মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যার পর লাশ জঙ্গলের ভেতর ফেলে দেয় তারা।

এদিকে পরিবারের লোকজন খোঁজাখুঁজির করেও না পেয়ে গতকাল দুপুরে শিশুটির বাবা ধুনট থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ওই দিন সন্ধ্যার দিকে স্থানীয়রা জঙ্গলের ভেতর ঘটনাস্থলে অসংখ্য মাছি ওড়াউড়ি দেখে সেখানে গিয়ে শিশুটির লাশ শনাক্ত করেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহত শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। তবে ওই মামলায় কোনো আসামির নাম উল্লেখ নেই।

ওসি রবিউল ইসলাম বলেন, ‘প্রাথমিক তদন্ত ও আটককৃতদের জিজ্ঞাসাবাদে শিশুটিকে ধর্ষণের পর হত্যার বিষয়টি নিশ্চিত হয়েছি। আটককৃতদের মধ্যে একজন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আটক অন্য দুজনও এই ঘটনার সঙ্গে জড়িত বলে নিশ্চিত করেছে। এ ঘটনার জবানবন্দি রেকর্ড করার জন্য আটক তিনজনকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত