বগুড়া প্রতিনিধি
বগুড়া সদর উপজেলায় প্রতিপক্ষের হামলায় স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গুলিবিদ্ধ হয়েছেন। আজ রোববার রাত পৌনে ৮টার দিকে সদরের সেউজগাড়ি এলাকার ডাবতলা মোড়ে তাঁদের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাহিত্য ও সংস্কৃতিক বিষয়ক সহসম্পাদক নাজমুল হাসান অরেঞ্জ এবং শহরের ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আপেল। তাঁরা বর্তমানে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে নাজমুল হাসান অরেঞ্জের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। আহত দুজনই সেউজগাড়ি ডাবতলা এলাকার বাসিন্দা।
এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার পরিদর্শক (অপারেশন) শাহিনুজ্জামান।
স্থানীয়রা জানান, রাতে সেউজগাড়ি এলাকার ডাবতলা মোড়ে স্বেচ্ছাসেবক লীগের নেতা অরেঞ্জ, আপেলসহ কয়েকজন আড্ডা দিচ্ছিলেন। দুটি মোটরসাইকেলযোগে কয়েকজন এসে আচমকা তাঁদের লক্ষ্য করে গুলিবর্ষণ করতে থাকে। ৬-৭টি গুলিবর্ষণ করা হয়। এ সময় স্বেচ্ছাসেবক লীগের নেতা অরেঞ্জ ও আপেল গুলিবিদ্ধ হন। এলাকাবাসীর সহযোগিতায় তাঁদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে নেন স্বজনেরা। স্বেচ্ছাসেবক লীগের নেতাদের ওপর হামলাকারীরাও সেউজগাড়ি এলাকার বাসিন্দা এবং অরেঞ্জ ও আপেলের প্রতিপক্ষ।
পুলিশ কর্মকর্তা শাহিনুজ্জামান বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।’
বগুড়া সদর উপজেলায় প্রতিপক্ষের হামলায় স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গুলিবিদ্ধ হয়েছেন। আজ রোববার রাত পৌনে ৮টার দিকে সদরের সেউজগাড়ি এলাকার ডাবতলা মোড়ে তাঁদের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাহিত্য ও সংস্কৃতিক বিষয়ক সহসম্পাদক নাজমুল হাসান অরেঞ্জ এবং শহরের ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আপেল। তাঁরা বর্তমানে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে নাজমুল হাসান অরেঞ্জের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। আহত দুজনই সেউজগাড়ি ডাবতলা এলাকার বাসিন্দা।
এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার পরিদর্শক (অপারেশন) শাহিনুজ্জামান।
স্থানীয়রা জানান, রাতে সেউজগাড়ি এলাকার ডাবতলা মোড়ে স্বেচ্ছাসেবক লীগের নেতা অরেঞ্জ, আপেলসহ কয়েকজন আড্ডা দিচ্ছিলেন। দুটি মোটরসাইকেলযোগে কয়েকজন এসে আচমকা তাঁদের লক্ষ্য করে গুলিবর্ষণ করতে থাকে। ৬-৭টি গুলিবর্ষণ করা হয়। এ সময় স্বেচ্ছাসেবক লীগের নেতা অরেঞ্জ ও আপেল গুলিবিদ্ধ হন। এলাকাবাসীর সহযোগিতায় তাঁদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে নেন স্বজনেরা। স্বেচ্ছাসেবক লীগের নেতাদের ওপর হামলাকারীরাও সেউজগাড়ি এলাকার বাসিন্দা এবং অরেঞ্জ ও আপেলের প্রতিপক্ষ।
পুলিশ কর্মকর্তা শাহিনুজ্জামান বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।’
সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
৭ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৬ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫গণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫