শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বজলুর মোড় এলাকার একটি বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।
নিহত স্কুলছাত্রের নাম আবু হুরায়রা। সে সৈয়দপুর ইউনিয়নের কড়িবাড়ি দক্ষিণপাড়ার মো. মনজুরুল ইসলামের ছেলে ও কড়িবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল রোববার দুপুরে স্কুলে বিরতির সময় নাশতা খাওয়ার কথা বলে স্কুল থেকে বের হয় আবু হুরায়রা। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে রাতে তার বাইসাইকেল পাওয়া যায় স্থানীয় ডাকুমারা হাটে। কে বা কারা বাইসাইকেলটি সেখানে নিয়ে গেছে এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এরপর আজ ভোরে বজলুর মোড় এলাকার একটি বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আশিক ইকবাল আজকের পত্রিকাকে বলেন, নিহত স্কুলছাত্রকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। তারা সবাই স্কুলছাত্র। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনার বিস্তারিত জানাতে আজ দুপুর ২টায় সংবাদ সম্মেলন করা হবে।
বগুড়ার শিবগঞ্জে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বজলুর মোড় এলাকার একটি বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।
নিহত স্কুলছাত্রের নাম আবু হুরায়রা। সে সৈয়দপুর ইউনিয়নের কড়িবাড়ি দক্ষিণপাড়ার মো. মনজুরুল ইসলামের ছেলে ও কড়িবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল রোববার দুপুরে স্কুলে বিরতির সময় নাশতা খাওয়ার কথা বলে স্কুল থেকে বের হয় আবু হুরায়রা। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে রাতে তার বাইসাইকেল পাওয়া যায় স্থানীয় ডাকুমারা হাটে। কে বা কারা বাইসাইকেলটি সেখানে নিয়ে গেছে এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এরপর আজ ভোরে বজলুর মোড় এলাকার একটি বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আশিক ইকবাল আজকের পত্রিকাকে বলেন, নিহত স্কুলছাত্রকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। তারা সবাই স্কুলছাত্র। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনার বিস্তারিত জানাতে আজ দুপুর ২টায় সংবাদ সম্মেলন করা হবে।
রাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪রাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
০৭ নভেম্বর ২০২৪