রানীনগরে ক্লাবঘর থেকে ২ হাজার কেজি সরকারি চাল উদ্ধার

রানীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০০: ০৪

নওগাঁর রানীনগরে একটি ক্লাবঘর থেকে পরিত্যক্ত অবস্থায় ভিজিডির বিতরণকৃত ২ হাজার ১৯০ কেজি চাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে উপজেলার কাশিমপুর ইউনিয়ন পরিষদের পাশে একটি ক্লাব ঘর থেকে এই চালগুলো জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে তাবাসসুম। পরে চালগুলো তিনটি এতিমখানা–মাদ্রাসায় বিতরণ করে দেওয়া হয়েছে। 

রানীনগর উপজেলা সহকারী প্রশাসনিক কর্মকর্তা আবু রায়হান জানান, সকাল থেকে কাশিমপুর ইউনিয়ন পরিষদে ভিজিডির কার্ডধারী সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ করা হচ্ছিল। এ সময় অসাধু কিছু ব্যবসায়ী ওই সব সুবিধাভোগীদের কাছ থেকে সরকারি ক্রয়–বিক্রয় নিষিদ্ধ চাল কিনে পরিষদের পার্শ্বে একটি ক্লাবঘরে মজুত করছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই ক্লাবঘর থেকে ২ হাজার ১৯০ কেজি চাল জব্দ করা হয়। অভিযানকালে চাল ব্যবসায়ী কাউকে না পাওয়ায় পরে চালগুলো জব্দ করে তিনটি এতিমখানা–মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। 

অভিযানে ইউএনওসহ রানীনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা সহকারী প্রশাসনিক কর্মকর্তা আবু রায়হান উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত