Ajker Patrika

তালেবানের নামে বিচারককে হুমকি

প্রতিনিধি, জয়পুরহাট 
আপডেট : ২৮ আগস্ট ২০২১, ১২: ২৬
তালেবানের নামে বিচারককে হুমকি

জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রুস্তম আলীকে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার চিঠিটি হাতে পেয়েছেন বিচারক। চিঠিতে হুমকিদাতারা নিজেদের তালেবান বলে পরিচয় দিয়েছে।

একই দিনে টাঙ্গাইলে জেলা জজ আদাল‌তের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিনকেও হত্যার হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানা গেছে। 
তবে এ চিঠিতে হুমকিদাতা নিজেদের শুধু ‘জঙ্গি সংগঠনের লোক’ বলে পরিচয় দিয়েছে।

জয়পুরহাটে বিচারককে দেওয়া চিঠিতে লেখা হয়েছে, ‘আমরা তালেবান গোষ্ঠী। আফগানিস্তানের মতো অতি শীঘ্রই বাংলাদেশ দখল হবে।’ আরও লেখা হয়, ‘আমেরিকাকে আমরা টাইম দিইনি। এ তো সাধারণ বাংলাদেশ মাত্র। বাংলাদেশের ২৫ সদস্য আফগানিস্তানে রহিয়াছে। এ ছাড়া বাংলাদেশে আছি ৫৫ হাজার।’

আদালতে বিচারক ও আইনজীবী সবাইকে কালো পাগড়ি পরতে হবে জানিয়ে চিঠিতে বলা হয়, ‘এ কথা অথবা আদেশ অমান্য করিলে বিরাট সমস্যা হবে। পরিশেষে জীবনটা হারাবেন।’ 
বিচারকদের উদ্দেশে বলা হয়, ‘কথায় কথায় মেয়েরা মামলা করে, এদের প্রশ্রয় দিবেন না। তালেবান রাষ্ট্র নেওয়ার পর নারী অধিকার খর্ব করা হবে। বেপরোয়াভাবে নারীরা চলতে পারবে না।’

এই চিঠি পাওয়ার পর বিচারক রুস্তম আলী বিষয়টি জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞাকে জানান।

জানতে চাইলে এসপি মাছুম আহাম্মদ ভূঞা গতকাল আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

টাঙ্গাইলে বিচারককে হুমকি দিয়ে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘আমরা যখন যাকে টার্গেট করি তখন তাকে ছলেবলে কৌশলে হত্যা করি। এটাই আমাদের পেশা। এবার আপনাকে হত্যা করার পালা। কারণ, আপনি নারী ও শিশু কোর্টে আসার পর থেকে এ পর্যন্ত অনেক মামলার রায় দিয়েছেন। তাতে আমাদের লোকজনের খুব বড় ধরনের ক্ষতি হয়েছে।’

বিচারক খালেদা ইয়াসমিন গতকাল আজকের পত্রিকাকে বলেন, ‘চিঠিটি পাওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানানো হয়েছে। পরিবারের লোকজন নিয়ে আত‌ঙ্কের মধ্যে রয়েছি।’

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে বিচারক খালেদা ইয়াসমিন ও তাঁর পরিবারের লোকজনদের নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত