Ajker Patrika

রাজশাহীর ৪ গুদামে ৯২ হাজার ৬১৬ লিটার সয়াবিন ও পাম তেল

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ১০ মে ২০২২, ২১: ০৩
রাজশাহীর ৪ গুদামে ৯২ হাজার ৬১৬ লিটার সয়াবিন ও পাম তেল

রাজশাহীর চারটি গুদামে ৯২ হাজার ৬১৬ লিটার সয়াবিন ও পাম তেলের সন্ধান পাওয়া গেছে। আজ মঙ্গলবার বিকেলে পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে এই তেলের গুদামগুলো আবিষ্কার করে পুলিশ। 

রাজশাহী জেলা পুলিশ ও পুঠিয়া থানা পুলিশ বিকেল থেকে গুদামগুলোতে অভিযান শুরু করে। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন। এ খবর লেখা পর্যন্ত (সন্ধ্যা সোয়া ৬ টা) বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ নিয়ে এ অভিযান চলছিল। 

চারটি গুদামে বিপুল পরিমাণ ভোজ্যতেল মজুত জব্দে প্রশাসনের অভিযান।জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম জানান, চার গুদামে ৯২ হাজার ৬১৬ লিটার খোলা সয়াবিন ও পাম তেল পাওয়া গেছে। ব্যারেলে করে এসব তেল মজুত রাখা হয়েছে। চারটি গুদামে ৪৫৪ ব্যারেল তেল পাওয়া গেছে। প্রতিটি ব্যারেলে তেল আছে ২০৪ লিটার। 

ব্যবসায়ীর গুদামে বিপুল পরিমাণ ভোজ্যতেল। ছবি: আজকের পত্রিকাঅভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম।

এর আগে গতকাল সোমবার রাতে জেলার বাগমারা উপজেলার তাহেরপুর বাজারের এক গুদাম থেকে ২০ হাজার ৪০০ লিটার ভোজ্যতেল জব্দ করা হয়। এর মধ্যে বেশিরভাগই ছিল সয়াবিন তেল। বাকিটা ছিল সরিষার তেল। অভিযানে গুদামের মালিক শহিদুল ইসলাম স্বপনকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত