Ajker Patrika

পাবনায় ৭৫ হাজার লিটার ভোজ্যতেল জব্দ, সোয়া ৪ লাখ টাকা জরিমানা

বেড়া (পাবনা) প্রতিনিধি
আপডেট : ১২ মে ২০২২, ১৪: ০০
পাবনায় ৭৫ হাজার লিটার ভোজ্যতেল জব্দ, সোয়া ৪ লাখ টাকা জরিমানা

পাবনার বেড়া উপজেলার কাশিনাথপুর বাজারে অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীর নিয়ন্ত্রণাধীন গুদাম থেকে ৭৫ হাজার লিটার ভোজ্যতেল উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। এ সময় তিন ব্যবসায়ীর কাছ থেকে ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করে বলেন, গোপন সংবাদে জানতে পারি, উপজেলার কাশিনাথপুর বাজারের কয়েকজন ব্যবসায়ীর নিয়ন্ত্রণাধীন গুদামে বিপুল পরিমাণ ভোজ্যতেল মজুত রয়েছে। এরই ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ ও আমিনপুর থানার পুলিশ যৌথভাবে অনুসন্ধান চালায়। পরে গতকাল বিকেলে উপজেলার হরিদেবপুরে সুনীল শাহ ওরফে ব্যাংক সুনীলের মাটির নিচের গোডাউনে বিপুল পরিমাণ ভোজ্যতেলের সন্ধান পাওয়া যায়।

পুলিশ সেখান থেকে ২০ হাজার লিটার সয়াবিন, পাম ও সুপার পাম ওয়েল উদ্ধার করে। পরে উদ্ধারকারী দল কাশিনাথপুর বাজারে লক্ষণ শাহের গুদামে অভিযান চালিয়ে সেখান থেকে ২৫ হাজার লিটার ও মীর স্টোরের মালিকানাধীন গুদাম থেকে ৩০ হাজার লিটার ভোজ্যতেল উদ্ধার করে। 

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সবুর আলী আজকের পত্রিকাকে বলেন, অবৈধ মজুত ও কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে ব্যাংক সুনীলকে ১ লাখ ৫০ হাজার, শঙ্কর শাহকে ২ লাখ ও মীর স্টোরের আবুল খায়েরকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

এ সময় সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুজ্জামানসহ জেলা গোয়েন্দা সংস্থার সদস্য ও আমিনপুর থানা এবং সাঁথিয়া থানার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত থেকে অভিযান পরিচালনা করে।

ইউএনও আরও বলেন, ভ্রাম্যমাণ আদালতের সিদ্ধান্তমতে উদ্ধারকৃত ভোজ্যতেল নির্ধারিত মূল্যে ১৮৫ টাকা কেজি দরে স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে তিন দিনের মধ্যে বিক্রির সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত