Ajker Patrika

বাগাতিপাড়ায় বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ১২: ০০
বাগাতিপাড়ায় বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাটোরের বাগাতিপাড়ায় রহিমা বেগম (৬৯) নামে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পৌরসভা এলাকার লক্ষণহাটি মহল্লা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। রহিমা বেগম মৃত আব্দুর রহমানের স্ত্রী।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ওই বৃদ্ধা তাঁর বড় ছেলে মজিবরের বাড়িতে থাকতেন। আজ ভোরে তাঁর বড় ছেলে ঘুম থেকে উঠে মায়ের ঘরের দরজা খোলা দেখতে পান। পরে ঘরের ভেতরে গিয়ে দেখেন তাঁর মা ঘরের মধ্যে নেই। এ সময় ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেয়ে পরে তাঁর ছোট ভাই শরিফুলকে ডাকেন। তিনি এলে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির সামনের একটি ছোট্ট গাছের ডালে গলায় দড়ি দিয়ে মাকে ঝুলন্ত অবস্থায় হাঁটু গেড়ে বসা অবস্থায় দেখতে পান। পরে থানার পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক ফজলুল হক বলেন, ‘বৃদ্ধার মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আসলে এটি আত্মহত্যা নাকি হত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বোঝা যাবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত