Ajker Patrika

বদলগাছীতে সোয়া ৫ লাখ টাকার পেন্টাডলসহ গ্রেপ্তার ২

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
বদলগাছীতে সোয়া ৫ লাখ টাকার পেন্টাডলসহ গ্রেপ্তার ২

নওগাঁর বদলগাছীতে সোয়া ৫ লাখ টাকার ১৫ শত পিস নিষিদ্ধ মাদকদ্রব্য পেন্টাডল ট্যাবলেটসহ দুজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার থুপশহর গ্রামের আজাহার আলীর ছেলে ইমন হোসেন (২৪) ও একই গ্রামের সাইদুল ইসলামের ছেলে রুবেল হোসেন (২৫)।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর সাড়ে ৫টার দিকে বদলগাছীর মথুরাপুর খাঁপাড়া থেকে একটি বাজাজ সিটি মোটরসাইকেলসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১৫ শত পিস নিষিদ্ধ মাদকদ্রব্য পেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

বদলগাছী থানার ওসি আতিকুল ইসলামের নেতৃত্বে এসআই আজিজ, মোনোয়ার ও এসআই তুহিনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান চালান।

এ বিষয়ে এসঅঅই আজিজ বলেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে নিষিদ্ধ পেন্টাডল ট্যাবলেট বিক্রি করে আসছিল এমন তথ্য আমাদের কাছে ছিল। আজ ভোর রাতে মোটরসাইকেলে করে নিষিদ্ধ পেন্টাডল ট্যাবলেট নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে আমরা এ অভিযান পরিচালনা করি। 

বদলগাছী থানার ওসি আতিকুল ইসলাম ঘটনার কথা সত্যতা স্বীকার করে বলেন, গ্রেপ্তারকৃতদের মাদকদ্রব্য আইনে মাধ্যমে আজ দুপুরে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত