Ajker Patrika

চাঁপাইনবাবগঞ্জে ৫৭ হাজর ভারতীয় বিড়িসহ গ্রেপ্তার ১ 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে ৫৭ হাজর ভারতীয় বিড়িসহ গ্রেপ্তার ১ 

চাঁপাইনবাবগঞ্জের গোবরাতলায় র‍্যাবের একটি দল অভিযান চালিয়ে ৫৭ হাজার ১২০ পিস ভারতীয় পাতার বিড়িসহ মো. সাদিকুল ইসলাম (৩৫) নামে একজনকে আটক করেছে। আজ সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের দিয়ার ধাইনগর ঘাট এলাকায় এ অভিযান চালায় র‍্যাব সদস্যরা। 

গ্রেপ্তার হওয়া সাদিকুল ইসলাম হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের সরজন বাঙালিপাড়া মো. আলতামাজ উদ্দিনের ছেলে। 

চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব-৫ ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানি অধিনায়ক মেজর মো. সানরিয়া চৌধুরী এবং কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. ওমর আলীর নেতৃত্বে র‍্যাবের একটি দল আজ সকাল পৌনে ১০টার দিকে দিয়ার ধাইনগর ঘাটের জনৈক শহিদুল ইসলামের আমবাগানে অভিযান চালিয়ে ভারতীয় পাতার বিড়িসহ উক্ত ব্যক্তিকে আটক করে।  এ ব্যাপারে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত