পাবনা প্রতিনিধি
পাবনায় কোচিং সেন্টারের শিক্ষক পরিচয় দিয়ে বাসায় ঢুকে গৃহবধূর হাত-পা বেঁধে ৭২ হাজার টাকা ও চার ভরি স্বর্ণালংকার ডাকাতির অভিযোগে তিন ছাত্রকে গ্রেপ্তার হয়েছে। তাঁরা অপরাধবিষয়ক টিভি সিরিজ ‘ক্রাইম পেট্রল’ দেখে এমন অপরাধমূলক কর্মকাণ্ডের কৌশল শিখেছেন বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার শিক্ষার্থীরা হলেন- পাবনার ঈশ্বরদী উপজেলার দীঘা গ্রামের লিখন হাসান (২৪), রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার মিয়াপুর সুতাহাটি গ্রামের আব্দুল্লাহিল বাকি অনিক (২২) ও পাবনা সদর উপজেলার চরতারাপুরের ভাদুরিয়া ডাংগী গ্রামের আবুল বাশার (২১)।
তাঁদের মধ্যে লিখন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষে; অনিক পাবনার সরকারি এডওয়ার্ড কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষে পড়েন। আর বাশার বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন।
গতকাল মঙ্গলবার রাতে জেলা শহর থেকে গ্রেপ্তার করা হয় বলে আজ বুধবার সাংবাদিকদের বিস্তারিত জানান পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম। তাঁদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি বলেন, ‘ভারতীয় একটি চ্যানেলের অনুষ্ঠান ক্রাইম পেট্রল দেখে গ্রেপ্তার শিক্ষার্থীরা ছিনতাই-ডাকাতির কৌশল শেখেন। তাঁরা আরও কয়েকটি বাসায় ছিনতাইয়ের পরিকল্পনা করেছিলেন।’
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেনন, ‘গত ১০ জানুয়ারি পাবনা শহরের এক বাসায় মেডিকেল রিপ্রেজেনটেটিভ পরিচয় দিয়ে ঢোকার চেষ্টা করেন গ্রেপ্তার শিক্ষার্থীরা। পরদিন দুপুরে তাঁরা পাবনার বড় বাজার এলাকায় কোচিং সেন্টারের শিক্ষক পরিচয় দিয়ে আরেকটি বাসায় ঢুকে এক গৃহবধূর হাত-পা বেঁধে ৭২ হাজার টাকা ও চার ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান।’
মাসুদ আলম জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার ও সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে গতকাল পাবনা শহরের বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৩১ হাজার টাকা, চার ভরি স্বর্ণালংকার ও আসামিদের ব্যবহৃত চারটি মোবাইল ফোন উদ্ধার হয়।
গ্রেপ্তার শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিতে আদালতে আবেদন করা হবে বলে তিনি জানান।
পাবনায় কোচিং সেন্টারের শিক্ষক পরিচয় দিয়ে বাসায় ঢুকে গৃহবধূর হাত-পা বেঁধে ৭২ হাজার টাকা ও চার ভরি স্বর্ণালংকার ডাকাতির অভিযোগে তিন ছাত্রকে গ্রেপ্তার হয়েছে। তাঁরা অপরাধবিষয়ক টিভি সিরিজ ‘ক্রাইম পেট্রল’ দেখে এমন অপরাধমূলক কর্মকাণ্ডের কৌশল শিখেছেন বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার শিক্ষার্থীরা হলেন- পাবনার ঈশ্বরদী উপজেলার দীঘা গ্রামের লিখন হাসান (২৪), রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার মিয়াপুর সুতাহাটি গ্রামের আব্দুল্লাহিল বাকি অনিক (২২) ও পাবনা সদর উপজেলার চরতারাপুরের ভাদুরিয়া ডাংগী গ্রামের আবুল বাশার (২১)।
তাঁদের মধ্যে লিখন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষে; অনিক পাবনার সরকারি এডওয়ার্ড কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষে পড়েন। আর বাশার বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন।
গতকাল মঙ্গলবার রাতে জেলা শহর থেকে গ্রেপ্তার করা হয় বলে আজ বুধবার সাংবাদিকদের বিস্তারিত জানান পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম। তাঁদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি বলেন, ‘ভারতীয় একটি চ্যানেলের অনুষ্ঠান ক্রাইম পেট্রল দেখে গ্রেপ্তার শিক্ষার্থীরা ছিনতাই-ডাকাতির কৌশল শেখেন। তাঁরা আরও কয়েকটি বাসায় ছিনতাইয়ের পরিকল্পনা করেছিলেন।’
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেনন, ‘গত ১০ জানুয়ারি পাবনা শহরের এক বাসায় মেডিকেল রিপ্রেজেনটেটিভ পরিচয় দিয়ে ঢোকার চেষ্টা করেন গ্রেপ্তার শিক্ষার্থীরা। পরদিন দুপুরে তাঁরা পাবনার বড় বাজার এলাকায় কোচিং সেন্টারের শিক্ষক পরিচয় দিয়ে আরেকটি বাসায় ঢুকে এক গৃহবধূর হাত-পা বেঁধে ৭২ হাজার টাকা ও চার ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান।’
মাসুদ আলম জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার ও সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে গতকাল পাবনা শহরের বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৩১ হাজার টাকা, চার ভরি স্বর্ণালংকার ও আসামিদের ব্যবহৃত চারটি মোবাইল ফোন উদ্ধার হয়।
গ্রেপ্তার শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিতে আদালতে আবেদন করা হবে বলে তিনি জানান।
ধর্ষণের শিকার নারীর ছবি বা পরিচয় সংবাদ মাধ্যম কিংবা ফেসবুকসহ সামাজিক মাধ্যমে কেউ প্রকাশ করলেই পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করতে পারবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৪ ধারায় বর্ণিত এই অপরাধ আমলযোগ্য হওয়ায় জড়িত অভিযোগে কোনো ব্যক্তিকে সঙ্গে সঙ্গে আটক করা যাবে।
২ দিন আগেসাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
১১ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
২০ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫