রংপুর প্রতিনিধি
গতকাল বুধবার দুপুর ১২টা। রংপুর সিটি করপোরেশনের (রসিক) প্রশাসনিক কার্যালয়ের সামনে পায়চারি করছেন তাজহাট এলাকার বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন। তাঁর এক হাতে ব্যাগ, অন্য হাতে একমুঠো কাগজ। অপেক্ষা প্রত্যয়নে একটি স্বাক্ষরের জন্য। কিন্তু প্রত্যয়নে স্বাক্ষরে সুরাহা না পেয়ে হাঁপিয়ে ওঠেন তিনি।
মো. ইয়াসিন আক্ষেপ করে বলেন, ‘প্রত্যয়ন ও নাগরিকত্ব সনদে “শেখ হাসিনার মূলনীতি, গ্রাম শহরের উন্নতি” লেখা থাকায় তাতে স্বাক্ষর করেননি কর্মকর্তা। কিন্তু সিটি করপোরেশন এটার কোনো সমাধান দেয় নাই। সকাল থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরছি। কোনো কাজ হচ্ছে না। সিটি করপোরেশন বলছে, তারা নতুন করে কাগজ বানাবে। কিন্তু আমার তো দরকার আজকে (বুধবার)। এই হয়রানির শেষ কোথায়?’
শুধু বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন নন; বিভিন্ন সনদে স্বাক্ষর নিতে এসে ভোগান্তিতে পড়তে হচ্ছে রংপুর সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডের বাসিন্দাদের। নাগরিকত্ব সনদ, ওয়ারিশান সনদ, ট্রেড লাইসেন্স, চারিত্রিক সনদ, পুনর্বিবাহ না হওয়ার সনদ, আয়ের সনদ, অবিবাহিত সনদ, প্রতিষ্ঠান নিবন্ধনসহ সব ধরনের ফরম ও সনদপত্রের ওপরে ডান পাশে শেখ হাসিনার বাণী থাকায় ওয়ার্ডগুলোর দায়িত্বে থাকা কর্মকর্তারা তাতে স্বাক্ষর করছেন না। এতে বিপাকে পড়ছেন সেবাগ্রহীতারা। সংশ্লিষ্ট কর্মকর্তার কার্যালয় থেকে সিটি করপোরেশনে ছোটাছুটি করেও কাজ না হওয়ায় ফিরে যেতে হচ্ছে তাঁদের। এমন অবস্থায় এসব সেবা দুই দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সিটি করপোরেশন।
জানতে চাইলে রসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা আজকের পত্রিকাকে বলেন, ‘গত অর্থবছরে টেন্ডারের মাধ্যমে কেনা সব খাম, ফরম, প্রত্যয়নপত্র ও বিভিন্ন ফাইলে শেখ হাসিনার বাণী, লোগো আছে। এগুলো নতুন করে করতে সময় লাগবে। শিগগিরই বিকল্প ব্যবস্থার চেষ্টা করছি। আপাতত এগুলো ফরম বিক্রয় করা বন্ধ রেখেছি।’
গতকাল বুধবার দুপুর ১২টা। রংপুর সিটি করপোরেশনের (রসিক) প্রশাসনিক কার্যালয়ের সামনে পায়চারি করছেন তাজহাট এলাকার বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন। তাঁর এক হাতে ব্যাগ, অন্য হাতে একমুঠো কাগজ। অপেক্ষা প্রত্যয়নে একটি স্বাক্ষরের জন্য। কিন্তু প্রত্যয়নে স্বাক্ষরে সুরাহা না পেয়ে হাঁপিয়ে ওঠেন তিনি।
মো. ইয়াসিন আক্ষেপ করে বলেন, ‘প্রত্যয়ন ও নাগরিকত্ব সনদে “শেখ হাসিনার মূলনীতি, গ্রাম শহরের উন্নতি” লেখা থাকায় তাতে স্বাক্ষর করেননি কর্মকর্তা। কিন্তু সিটি করপোরেশন এটার কোনো সমাধান দেয় নাই। সকাল থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরছি। কোনো কাজ হচ্ছে না। সিটি করপোরেশন বলছে, তারা নতুন করে কাগজ বানাবে। কিন্তু আমার তো দরকার আজকে (বুধবার)। এই হয়রানির শেষ কোথায়?’
শুধু বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন নন; বিভিন্ন সনদে স্বাক্ষর নিতে এসে ভোগান্তিতে পড়তে হচ্ছে রংপুর সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডের বাসিন্দাদের। নাগরিকত্ব সনদ, ওয়ারিশান সনদ, ট্রেড লাইসেন্স, চারিত্রিক সনদ, পুনর্বিবাহ না হওয়ার সনদ, আয়ের সনদ, অবিবাহিত সনদ, প্রতিষ্ঠান নিবন্ধনসহ সব ধরনের ফরম ও সনদপত্রের ওপরে ডান পাশে শেখ হাসিনার বাণী থাকায় ওয়ার্ডগুলোর দায়িত্বে থাকা কর্মকর্তারা তাতে স্বাক্ষর করছেন না। এতে বিপাকে পড়ছেন সেবাগ্রহীতারা। সংশ্লিষ্ট কর্মকর্তার কার্যালয় থেকে সিটি করপোরেশনে ছোটাছুটি করেও কাজ না হওয়ায় ফিরে যেতে হচ্ছে তাঁদের। এমন অবস্থায় এসব সেবা দুই দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সিটি করপোরেশন।
জানতে চাইলে রসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা আজকের পত্রিকাকে বলেন, ‘গত অর্থবছরে টেন্ডারের মাধ্যমে কেনা সব খাম, ফরম, প্রত্যয়নপত্র ও বিভিন্ন ফাইলে শেখ হাসিনার বাণী, লোগো আছে। এগুলো নতুন করে করতে সময় লাগবে। শিগগিরই বিকল্প ব্যবস্থার চেষ্টা করছি। আপাতত এগুলো ফরম বিক্রয় করা বন্ধ রেখেছি।’
রাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪রাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
০৭ নভেম্বর ২০২৪