নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর জলঢাকায় ইজিবাইকের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন ইজিবাইকের চার যাত্রী। আজ বুধবার সকালে উপজেলার ডালিয়া সড়কে বালাগ্রাম ইউনিয়নের মন্থেরডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ইজিবাইকের যাত্রী আব্দুস ছালাম (৬৫) ও চালক রনি ইসলাম (৩৫)। আব্দুস ছালামের বাড়ি উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের চৈতন্যের ঘাট গ্রামে। চালক রনি ইসলাম জলঢাকা পৌরসভার কাজীরহাট গ্রামের হালিমুর রহমানের ছেলে।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন দুর্ঘটনায় দুজন নিহতের ঘটনা আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
স্থানীয় লোকজন জানান, আজ বুধবার সকাল ৮টার দিকে উপজেলার গোলমুন্ডা থেকে একটি ইজিবাইক যাত্রী নিয়ে উপজেলার জলঢাকা শহরের দিকে যাচ্ছিল। এ সময় ঘনকুয়াশা থাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকের যাত্রী আব্দুস ছালাম ঘটনাস্থলে নিহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ইজিবাইকের চালক রনি ইসলাম ও যাত্রী আব্দুল গফফারকে (৪৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রনি ইসলামের মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী চিকিৎসা কর্মকর্তা ইরফান আলী বলেন, আব্দুস ছালামকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহতদের মধ্যে দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে তিনজনকে।
ওসি সাজ্জাদ হোসেন বলেন, দুর্ঘটনাকবলিত ব্যাটারিচালিত ইজিবাইক ও ট্রাক জব্দ এবং ট্রাকের চালক কারিমুল ইসলামকে আটক করা হয়েছে। নিহত আব্দুস ছালামের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। রনি ইসলামের লাশ রংপুর থেকে আসার পর হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা হয়েছে।
নীলফামারীর জলঢাকায় ইজিবাইকের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন ইজিবাইকের চার যাত্রী। আজ বুধবার সকালে উপজেলার ডালিয়া সড়কে বালাগ্রাম ইউনিয়নের মন্থেরডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ইজিবাইকের যাত্রী আব্দুস ছালাম (৬৫) ও চালক রনি ইসলাম (৩৫)। আব্দুস ছালামের বাড়ি উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের চৈতন্যের ঘাট গ্রামে। চালক রনি ইসলাম জলঢাকা পৌরসভার কাজীরহাট গ্রামের হালিমুর রহমানের ছেলে।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন দুর্ঘটনায় দুজন নিহতের ঘটনা আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
স্থানীয় লোকজন জানান, আজ বুধবার সকাল ৮টার দিকে উপজেলার গোলমুন্ডা থেকে একটি ইজিবাইক যাত্রী নিয়ে উপজেলার জলঢাকা শহরের দিকে যাচ্ছিল। এ সময় ঘনকুয়াশা থাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকের যাত্রী আব্দুস ছালাম ঘটনাস্থলে নিহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ইজিবাইকের চালক রনি ইসলাম ও যাত্রী আব্দুল গফফারকে (৪৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রনি ইসলামের মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী চিকিৎসা কর্মকর্তা ইরফান আলী বলেন, আব্দুস ছালামকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহতদের মধ্যে দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে তিনজনকে।
ওসি সাজ্জাদ হোসেন বলেন, দুর্ঘটনাকবলিত ব্যাটারিচালিত ইজিবাইক ও ট্রাক জব্দ এবং ট্রাকের চালক কারিমুল ইসলামকে আটক করা হয়েছে। নিহত আব্দুস ছালামের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। রনি ইসলামের লাশ রংপুর থেকে আসার পর হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা হয়েছে।
রাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
৬ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
১৯ দিন আগেগণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
২৩ দিন আগেচাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
৩১ জানুয়ারি ২০২৫