শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি: নুরুল হক নুর

রংপুর প্রতিনিধি
Thumbnail image
রংপুরে দলের অফিস উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নুরুল হক নুর। ছবি: আজকের পত্রিকা

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি। রাষ্ট্র পুনর্গঠন, রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র মেরামতের মাধ্যমে একটি গণতান্ত্রিক মানবিক এবং জন-আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণের জায়গা থেকে এই গণ-অভ্যুত্থান হয়েছে।’

আজ শুক্রবার দুপুরে রংপুর নগরীর সিটি বাজারে গণঅধিকার পরিষদের জেলা ও মহানগর অফিস উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নুরুল হক নুর এ কথা বলেন।

এ সময় ভিপি নুর বলেন, জন-আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্র সংস্কার অনিবার্য হয়ে উঠেছে। সংস্কার কমিশনগুলো প্রস্তাব দিয়েছে। সেসব প্রস্তাব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সরকার রাষ্ট্র সংস্কারে একটি পূর্ণাঙ্গ রূপরেখা জাতির সামনে উপস্থাপন করবে।

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে নুরুল হক নুর বলেন, ‘যারা এতগুলো মানুষকে হত্যা করেছে, রাজপথে রক্ত ঝরিয়েছে, স্বাধীন সার্বভৌম একটি দেশকে ভারতের তাঁবেদার বানিয়েছে, সেই আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই। তাই আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না। এ দেশের রাজনীতিতে আওয়ামী লীগের কবর রচিত হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

টিউলিপ সিদ্দিকের পতন ঘটাতে বাংলাদেশি ও ব্রিটিশ রাজনীতির আঁতাত

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

প্রকাশ্যে এল সাইফকে ছুরিকাঘাত করা যুবকের ছবি, যা বলছে পুলিশ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত