রংপুর প্রতিনিধি
রংপুরে চাচাতো ভাইয়ের রাম দার কোপে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের লাহিড়ীরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইফতে খায়ের আলম জানান, এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। প্রধান অভিযুক্ত পলাতক রয়েছেন। তাঁকে আটকের চেষ্টা চলছে।
নিহত রেজাউল ইসলাম (২৮) চন্দনপাট ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমান রংপুর সদর উপজেলা যুবলীগের কর্মী।
পুলিশ জানায়, শুক্রবার বিকেলে জমিজমার বিরোধ নিয়ে পারিবারিকভাবে লাহিড়ীরহাটে আলোচনায় বসেন রেজাউলসহ চাচাতো ভাই–বোনেরা। এ সময় রেজাউলের সঙ্গে রাব্বীর বাবার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে রেজাউলের মাথায় চাচাতো ভাই রাব্বী রাম দা দিয়ে সজোরে কোপ দেন। পরিবারের লোকজন তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরই তিনি মারা যান।
এ বিষয়ে চন্দনপাট ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমান বলেন, ‘খবরটি শোনার পর ঘটনাস্থলে গিয়েছিলাম। পারিবারিক দ্বন্দ্ব থেকে এ ঘটনা ঘটেছে।’
রংপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান শাহীন আজকের পত্রিকাকে বলেন, ‘রেজাউল চন্দনপাট ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান রংপুর সদর উপজেলা যুবলীগের কর্মী। রেজাউল যুবলীগের একজন নিবেদিত কর্মী ছিলেন। আমরা জেলা যুবলীগের পক্ষ থেকে সঠিক তদন্ত সাপেক্ষে প্রকৃত হত্যাকারীকে গ্রেপ্তার করে সুবিচারের দাবি জানাচ্ছি।’
রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইফতে খায়ের আলম জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
রংপুরে চাচাতো ভাইয়ের রাম দার কোপে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের লাহিড়ীরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইফতে খায়ের আলম জানান, এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। প্রধান অভিযুক্ত পলাতক রয়েছেন। তাঁকে আটকের চেষ্টা চলছে।
নিহত রেজাউল ইসলাম (২৮) চন্দনপাট ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমান রংপুর সদর উপজেলা যুবলীগের কর্মী।
পুলিশ জানায়, শুক্রবার বিকেলে জমিজমার বিরোধ নিয়ে পারিবারিকভাবে লাহিড়ীরহাটে আলোচনায় বসেন রেজাউলসহ চাচাতো ভাই–বোনেরা। এ সময় রেজাউলের সঙ্গে রাব্বীর বাবার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে রেজাউলের মাথায় চাচাতো ভাই রাব্বী রাম দা দিয়ে সজোরে কোপ দেন। পরিবারের লোকজন তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরই তিনি মারা যান।
এ বিষয়ে চন্দনপাট ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমান বলেন, ‘খবরটি শোনার পর ঘটনাস্থলে গিয়েছিলাম। পারিবারিক দ্বন্দ্ব থেকে এ ঘটনা ঘটেছে।’
রংপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান শাহীন আজকের পত্রিকাকে বলেন, ‘রেজাউল চন্দনপাট ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান রংপুর সদর উপজেলা যুবলীগের কর্মী। রেজাউল যুবলীগের একজন নিবেদিত কর্মী ছিলেন। আমরা জেলা যুবলীগের পক্ষ থেকে সঠিক তদন্ত সাপেক্ষে প্রকৃত হত্যাকারীকে গ্রেপ্তার করে সুবিচারের দাবি জানাচ্ছি।’
রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইফতে খায়ের আলম জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
ধর্ষণের শিকার নারীর ছবি বা পরিচয় সংবাদ মাধ্যম কিংবা ফেসবুকসহ সামাজিক মাধ্যমে কেউ প্রকাশ করলেই পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করতে পারবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৪ ধারায় বর্ণিত এই অপরাধ আমলযোগ্য হওয়ায় জড়িত অভিযোগে কোনো ব্যক্তিকে সঙ্গে সঙ্গে আটক করা যাবে।
৩ দিন আগেসাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
১২ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
২১ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫