Ajker Patrika

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

নীলফামারী প্রতিনিধি
স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

নীলফামারীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় সিরাজুল ইসলাম (৫৩) নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২। আজ সোমবার দুপুরে ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক মো. মাহাবুবার রহমান এ দণ্ডাদেশ দেন।

সাজাপ্রাপ্ত সিরাজুল জেলার ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের দক্ষিণ ঝাড়সিংহেশ্বর এলাকার জাবেদ আলীর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ মালের ১০ মার্চ দুপুরে ডিমলার ঝাড়সিংহেশ্বর এলাকায় ভুট্টা খেতে দক্ষিণ ঝাড়সিংহেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে সিরাজুল ইসলাম। মেয়েটির আর্তচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে পালিয়ে যান তিনি। রক্তাক্ত অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।  

এ ঘটনায় ডিমলা থানায় মামলা করেন মেয়েটির বাবা নুর ইসলাম। 
  
মামলাটির তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করলে আদালতে সাক্ষ্য প্রমাণ শেষে এ দণ্ডাদেশ প্রদান করেন বিজ্ঞ বিচারক।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রামেন্দ্র বর্মন বাপ্পী জানান, আসামির উপস্থিতিতে বিজ্ঞ বিচারক এই রায় ঘোষণা করেন। বাদীপক্ষ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত