Ajker Patrika

বকেয়া বিল চাওয়ায় পল্লীবিদ্যুতের দুই কর্মীকে মারধর

প্রতিনিধি
বকেয়া বিল চাওয়ায় পল্লীবিদ্যুতের দুই কর্মীকে মারধর

নবীগঞ্জ (হবিগঞ্জ): নবীগঞ্জে পল্লীবিদ্যুতের বকেয়া বিল চাওয়ায় দুই কর্মীকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ মোট পাঁচজনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

আজ শনিবার নবীগঞ্জ থানার ওসি মোহাম্মদ ডালিম আহমেদ অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্তরা হলেন- নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামের মৃত ইদ্রিছ শাহের ছেলে শাহ কাঁচা মিয়া (৫৫), শাহ কাঁচা মিয়ার দুই ছেলে শাহ মিজানুর রহমান (২২) ও সালমান শাহসহ অজ্ঞাত আরও দুইজন।

মারধরের শিকার দুই কর্মী হলেন, নবীগঞ্জ জোনাল অফিসের আওতাধীন আউশকান্দি অভিযোগ কেন্দ্রের লাইন টেকনিশিয়ান সেলিম মিয়া ও লাইনম্যান গ্রেড-১ রবিউল আলম। 

অভিযোগ সূত্রে জানা যায়, বাংলাদেশ পল্লীবিদ্যুতের বকেয়া বিল আদায়ের জন্য আউশকান্দি অভিযোগ কেন্দ্রের লাইন টেকনিশিয়ান সেলিম মিয়া ও লাইনম্যান গ্রেড-১ রবিউল আলম গত ২১ এপ্রিল নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামের গ্রাহক শাহ কাঁচা মিয়ার বাড়িতে যান। এসময়  তারা কাঁচা মিয়াকে পাঁচ মাসের বকেয়া বিল পরিশোধ করার জন্য অনুরোধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে কাঁচা মিয়া ও তার দুই ছেলে শাহ মিজানুর রহমান লালু, সালমান শাহ তাদের লোহার রড, লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন।

খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ও পল্লীবিদ্যুতের কর্মকর্তারা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে নবীগঞ্জ হাসপাতালে ভর্তি করান। পরে গত ২২ এপ্রিল এ ঘটনায় নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আলীবর্দী খান সুজন বাদী হয়ে নবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি মোহাম্মদ ডালিম আহমেদ বলেন, পল্লীবিদ্যুতের দুই কর্মীকে মারধরের ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত