গোয়াহরি বিলে পলো বাওয়া উৎসবে মানুষের ঢল

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি 
Thumbnail image
গোয়াহরি বিলে পলো বাওয়া উৎসবে মানুষের ঢল নামে। ছবি: আজকের পত্রিকা

সিলেটের বিশ্বনাথে পলো বাওয়া উৎসব হয়েছে। আজ বুধবার (১৫ জানুয়ারি) উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোয়াহরি গ্রামের দক্ষিণের (বড়) বিলে এ উৎসব হয়। এতে অংশ নেন গ্রামের কয়েক শ মানুষ।

গোয়াহরি গ্রামের ঐতিহ্য অনুযায়ী প্রতিবছর মাঘ মাসের প্রথম দিনে পলো বাওয়া উৎসব অনুষ্ঠিত হয়। এই মাছ ধরাকে কেন্দ্র করে গ্রামজুড়ে উৎসবের আমেজ তৈরি হয়। ধরা পড়ে ছোট-বড় বিভিন্ন ধরনের মাছ।

এ উৎসবে অংশ নিতে গতকাল সকাল ৮টা থেকে মাছশিকারিরা বিলের পাড়ে এসে জমায়েত হতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিলের পাড়ে লোকসমাগম বাড়তে থাকে। পূর্বনির্ধারিত সময় সকাল সাড়ে ১০টায় সবাই একসঙ্গে বিলে নেমে শুরু করেন পলো বাওয়া। চলে প্রায় ২ ঘণ্টা।

এদিন গোয়াহরি বিলে গিয়ে দেখা যায়, মাছ শিকার করতে পলো নিয়ে নেমেছেন বিভিন্ন বয়সের মানুষ। যাঁদের পলো নেই, তাঁরা মাছ ধরার ছোট ছোট জাল নিয়ে নেমেছেন বিলে। এ সময় মাছ ধরার দৃশ্য উপভোগ করতে বিলের পাড়ে অনেকে ভিড় করেন।

এবার পাঁচ শতাধিক লোক পলো বাওয়া উৎসবে অংশগ্রহণ করেন। অন্যান্য বছরের তুলনায় এবার বিল থেকে বেশি মাছ শিকার করা হয়েছে।

যুক্তরাজ্যপ্রবাসী সুজন মিয়া বলেন, ‘অনেক বছর পলো বাওয়া দেখিনি। ভাগ্য ভালো, এবার এ উৎসব দেখতে পারলাম। আমার খুবই ভালো লাগছে। পলো দিয়ে মাছ শিকার একটি মজার বিষয়।’

উৎসবে ধরা পড়া ছোট-বড় বিভিন্ন ধরনের মাছ। ছবি: আজকের পত্রিকা
উৎসবে ধরা পড়া ছোট-বড় বিভিন্ন ধরনের মাছ। ছবি: আজকের পত্রিকা

এ ব্যাপারে আয়োজক কমিটির সদস্য ইকবাল হোসেন বলেন, ‘পলো বাওয়া উৎসব আমাদের গ্রামের একটি ঐতিহ্য। আমার কাছে পলো বাওয়া উৎসব খুব মজার। শত ব্যস্ততার মধ্যেও এই উৎসবে আসি। গ্রামবাসী যুগ যুগ ধরে এ উৎসব পালন করছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

দেওয়ানি মামলা দ্রুত নিষ্পত্তিতে একগুচ্ছ সুপারিশ কমিশনের

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত