Ajker Patrika

ঈদের ছুটিতে বেড়ানো যেতে পারে মৌলভীবাজারের শতাধিক পর্যটনকেন্দ্রে

মাহিদুল ইসলাম,কমলগঞ্জ (মৌলভীবাজার) 
মৌলভীবাজারে অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমান স্মৃতি কমপ্লেক্স। ছবি: আজকের পত্রিকা
মৌলভীবাজারে অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমান স্মৃতি কমপ্লেক্স। ছবি: আজকের পত্রিকা

দেশের ভ্রমণপিপাসুদের কাছে অন্যতম আকর্ষণীয় জেলা মৌলভীবাজার। এখানে ছোট-বড় মিলিয়ে শতাধিক পর্যটনকেন্দ্র রয়েছে। আছে অসংখ্য চা-বাগান ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস। ঈদুল ফিতরের ছুটিতে এসব জায়গায় পর্যটকদের বরণ করে নিয়ে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি।

মৌলভীবাজারে ঘুরে দেখা যেতে পারে—লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতি কমপ্লেক্স, মাধবকুণ্ড জলপ্রপাত, বাইক্কা বিল, ডিনস্টন সিমেট্রি, হামহাম জলপ্রপাত, মণিপুরী পল্লি, হাকালুকি হাওর, মনু ব্যারেজ, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট, নীলকণ্ঠ টি কেবিন, সীতেশ বাবুর চিড়িয়াখানা, গগন টিলা, কমলা রানির দীঘি, পৃথিমপাশা নবাববাড়ি, পাথারিয়া হিলস রিজার্ভ ফরেস্ট, আদমপুর বনবিট, খাসিয়া পুঞ্জি, বর্ষিজোড়া ইকোপার্ক, হজরত শাহ মোস্তফা (র.)-এর মাজার, পদ্মছড়া লেক, ক্যামেলিয়া লেক, পাত্রখোলা লেক, বাম্বোতল লেক, শমশেরনগর গল্ফ মাঠসহ বিভিন্ন দর্শনীয় স্থান।

পর্যটন-সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, জেলায় আগত পর্যটকদের থাকার জন্য রয়েছে পাঁচ তারকা মানের হোটেল থেকে শুরু করে বিভিন্ন রিসোর্ট ও কটেজ। এ বছর অন্যান্য বছরের তুলনায় পর্যটকের সমাগম বেশি হবে। ইতিমধ্যে হোটেল ও রিসোর্টগুলোর প্রায় ৮০ শতাংশ আগাম বুকিং হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, পর্যটকদের নিরাপত্তার জন্য কয়েক স্তরের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা পুলিশের পাশাপাশি ট্যুরিস্ট পুলিশ কাজ করছে। পর্যটকেরা নিরাপদে চলাফেরা ও থাকার জন্য সংশ্লিষ্ট হোটেল ও পর্যটনকেন্দ্র নিরাপত্তা বাড়ানো হয়েছে।

ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের ইনচার্জ পরিদর্শক মো. কামরুল হোসেন চৌধুরী বলেন, ‘ঈদের ছুটিতে পর্যটকদের ভ্রমণ নির্বিঘ্ন করতে আমাদের পক্ষ থেকে নিরাপত্তার সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ জেলার মধ্যে সবচেয়ে বেশি পর্যটক আসেন শ্রীমঙ্গল ও কমলগঞ্জে।’

এ বিষয়ে মৌলভীবাজারের পুলিশ সুপার কে এইচ জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদের ছুটিতে আগত পর্যটকদের নিরাপত্তার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলা পুলিশ, থানা-পুলিশ ও ট্যুরিস্ট পুলিশ কাজ করবে। গুরুত্বপূর্ণ প্রতিটি পর্যটনকেন্দ্র পুলিশ থাকবে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এ ছাড়া আমরা হোটেল ও রিসোর্ট মালিকদের সঙ্গে সভা করেছি। যাঁরা হোটেল বা রিসোর্টে থাকবেন তাঁদের তালিকা আমাদের কাছে দেওয়ার জন্য বলেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত