Ajker Patrika

গোয়াইনঘাটে ছুরিকাঘাতে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১৩: ০৬
গোয়াইনঘাটে ছুরিকাঘাতে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ

সিলেটের গোয়াইনঘাটে মাদকাসক্ত এক যুবকের ছুরিকাঘাতে আলমাছ মিয়া (৩৭) নামে এক নৌকাচালকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার বাংলাবাজারের নদীঘাটে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মৃত আলমাছ মিয়া উপজেলার মধ্য জাফলংয়ের বাউরবাগ হাওর গ্রামের রহিম মোল্লার ছেলে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে ৮টার দিকে আলমাছ মিয়া বাংলাবাজার এলাকায় নদীঘাটে তাঁর ইঞ্জিনচালিত নৌকাটি দেখতে যান। এ সময় একই এলাকার মনু মিয়ার ছেলে এবাদুল (২১) তাঁকে ডাক দেন। পরে আলমাছ মিয়া সেখানে গেলে এবাদুল তাঁকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যান। 

খবর পেয়ে ঘটনাস্থল থেকে থানার পুলিশ আলমাছ মিয়ার মরদেহ উদ্ধার করে। পরে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

ঘটনার পর গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব ও পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক মোড়ল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

পরিদর্শন শেষে বিষয়টি নিশ্চিত করে পরিমল চন্দ্র দেব বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। খুনের সঙ্গে জড়িত ব্যক্তিকে আটক করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে সে বিষয়ে কিছুই জানা যায়নি। আসামিকে আটক করা হলেই হত্যার রহস্য উদ্‌ঘাটিত হবে। 

ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত