Ajker Patrika

যুক্তরাষ্ট্রে জন্মদিনের অনুষ্ঠানে গুলি, নিহত ৪ 

অনলাইন ডেস্ক
আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ১০: ৪৯
যুক্তরাষ্ট্রে জন্মদিনের অনুষ্ঠানে গুলি, নিহত ৪ 

যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের ডাডেভিলে শহরে একটি জন্মদিনের অনুষ্ঠানে গোলাগুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৬ জন। স্থানীয় সময় শনিবার (১৫ এপ্রিল) রাতে ওই গুলির ঘটনা ঘটে। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, রোববার (১৬ এপ্রিল) সকালে রাজ্য পুলিশের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। তবে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। 

কী কারণে গোলাগুলির ঘটনার সূত্রপাত, তদন্ত কর্মকর্তারা সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেননি। এ ঘটনায় জড়িত সন্দেহে কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না সে বিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি। 

এদিকে আলাবামা ল এনফোর্সমেন্ট এজেন্সির পক্ষ থেকে সার্জেন্ট জেরেমি বুরকেট বলেন, ‘সেখানে ঠিক কী ঘটেছে তা খতিয়ে দেখা, ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ন্যায়বিচার পাওয়া নিশ্চিত করতে আমরা তদন্ত করে যাচ্ছি।’ 

যুক্তরাষ্ট্রে উল্লেখযোগ্য হারে বেড়েছে বন্দুক হামলা। প্রায়ই দেশটির কোনো না কোনো অঙ্গরাজ্যে বন্দুক হামলার ঘটনা ঘটছে, যা থেকে রক্ষা পাচ্ছে না শিশুরাও। ২০২১ সালে যুক্তরাষ্ট্রে ৬১টি বন্দুক হামলার ঘটনা ঘটে, যা আগের বছরের তুলনায় ৫২ শতাংশ বেশি। যুক্তরাষ্ট্রের গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুসারে, গত বছর বন্দুক সহিংসতায় দেশটিতে ৪৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে অর্ধেক মৃত্যু হত্যা, দুর্ঘটনা ও আত্মরক্ষার সঙ্গে সম্পর্কিত এবং বাকি অর্ধেক আত্মহত্যাজনিত মৃত্যু।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত