অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের ডাডেভিলে শহরে একটি জন্মদিনের অনুষ্ঠানে গোলাগুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৬ জন। স্থানীয় সময় শনিবার (১৫ এপ্রিল) রাতে ওই গুলির ঘটনা ঘটে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, রোববার (১৬ এপ্রিল) সকালে রাজ্য পুলিশের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। তবে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।
কী কারণে গোলাগুলির ঘটনার সূত্রপাত, তদন্ত কর্মকর্তারা সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেননি। এ ঘটনায় জড়িত সন্দেহে কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না সে বিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে আলাবামা ল এনফোর্সমেন্ট এজেন্সির পক্ষ থেকে সার্জেন্ট জেরেমি বুরকেট বলেন, ‘সেখানে ঠিক কী ঘটেছে তা খতিয়ে দেখা, ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ন্যায়বিচার পাওয়া নিশ্চিত করতে আমরা তদন্ত করে যাচ্ছি।’
যুক্তরাষ্ট্রে উল্লেখযোগ্য হারে বেড়েছে বন্দুক হামলা। প্রায়ই দেশটির কোনো না কোনো অঙ্গরাজ্যে বন্দুক হামলার ঘটনা ঘটছে, যা থেকে রক্ষা পাচ্ছে না শিশুরাও। ২০২১ সালে যুক্তরাষ্ট্রে ৬১টি বন্দুক হামলার ঘটনা ঘটে, যা আগের বছরের তুলনায় ৫২ শতাংশ বেশি। যুক্তরাষ্ট্রের গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুসারে, গত বছর বন্দুক সহিংসতায় দেশটিতে ৪৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে অর্ধেক মৃত্যু হত্যা, দুর্ঘটনা ও আত্মরক্ষার সঙ্গে সম্পর্কিত এবং বাকি অর্ধেক আত্মহত্যাজনিত মৃত্যু।
যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের ডাডেভিলে শহরে একটি জন্মদিনের অনুষ্ঠানে গোলাগুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৬ জন। স্থানীয় সময় শনিবার (১৫ এপ্রিল) রাতে ওই গুলির ঘটনা ঘটে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, রোববার (১৬ এপ্রিল) সকালে রাজ্য পুলিশের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। তবে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।
কী কারণে গোলাগুলির ঘটনার সূত্রপাত, তদন্ত কর্মকর্তারা সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেননি। এ ঘটনায় জড়িত সন্দেহে কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না সে বিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে আলাবামা ল এনফোর্সমেন্ট এজেন্সির পক্ষ থেকে সার্জেন্ট জেরেমি বুরকেট বলেন, ‘সেখানে ঠিক কী ঘটেছে তা খতিয়ে দেখা, ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ন্যায়বিচার পাওয়া নিশ্চিত করতে আমরা তদন্ত করে যাচ্ছি।’
যুক্তরাষ্ট্রে উল্লেখযোগ্য হারে বেড়েছে বন্দুক হামলা। প্রায়ই দেশটির কোনো না কোনো অঙ্গরাজ্যে বন্দুক হামলার ঘটনা ঘটছে, যা থেকে রক্ষা পাচ্ছে না শিশুরাও। ২০২১ সালে যুক্তরাষ্ট্রে ৬১টি বন্দুক হামলার ঘটনা ঘটে, যা আগের বছরের তুলনায় ৫২ শতাংশ বেশি। যুক্তরাষ্ট্রের গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুসারে, গত বছর বন্দুক সহিংসতায় দেশটিতে ৪৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে অর্ধেক মৃত্যু হত্যা, দুর্ঘটনা ও আত্মরক্ষার সঙ্গে সম্পর্কিত এবং বাকি অর্ধেক আত্মহত্যাজনিত মৃত্যু।
সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
৪ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৩ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫গণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫