Ajker Patrika

ভুতুড়ে

ভুতুড়ে /হ্যালোইনের দিনে ঘুরে আসি বিশ্বের ৫টি ভুতুড়ে স্থানে

আজ ৩১ অক্টোবর। হ্যালোইন উৎসবের দিন। মৃত আত্মাদের স্মরণে দিনটি পালন করা হলেও এখন ভয়ংকর সব পোশাকে বা ভূতের মতো সাজাটা এই উৎসবের মূল অনুষঙ্গ হয়ে উঠেছে। আর এই দিনে আমরা পরিচিত হবে বিশ্বের ভুতুড়ে পাঁচটি জায়গার সঙ্গে।

হ্যালোইনের দিনে ঘুরে আসি বিশ্বের ৫টি ভুতুড়ে স্থানে