পলিটেকনিকো ডি মিলানো বৃত্তি

শিক্ষা ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ০৮: ১৫
প্রতীকী ছবি

শিল্পচর্চার সূত্রে বিশ্বজুড়ে দৃষ্টান্ত স্থাপন করা জাতিগুলোর মধ্যে ইতালীয়রা অন্যতম। মৌলিকতা ও সৃজনশীলতার সন্নিবেশে শিক্ষালব্ধ পারদর্শিতাকে তারা নিয়ে গেছে শিল্পের পর্যায়ে। দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি দিয়ে থাকে।

দেশটির সরকারের পলিটেকনিকো ডি মিলানো বৃত্তির জন্য আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। এ বৃত্তির আওতায় আগ্রহী শিক্ষার্থীরা মিলানোর পলিটেকনিক ইউনিভার্সিটিতে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। গত সেপ্টেম্বরে এ বৃত্তির তথ্য যকাশ করেছে বিশ্ববিদ্যালয়টি।

সুযোগ-সুবিধা

পলিটেকনিকো ডি মিলানো বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের টিউশন ফির সম্পূর্ণ অর্থ দেওয়া হবে। প্রতিদিন একবেলা বিনা মূল্যে খাবারের ব্যবস্থা করা হবে। আবাসনব্যবস্থা করা হবে। জীবনযাত্রা ও চিকিৎসার খরচের ব্যবস্থা থাকবে।

অধ্যয়নের বিষয়সমূহ

মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি, আর্কিটেকচার অ্যান্ড আরবান স্টাডিজ, পদার্থবিদ্যা, গণিত, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডিজাইন, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ইত্যাদি।

আবেদনের প্রয়োজনীয় তথ্য

আগ্রহী প্রার্থীদের সব ধরনের একাডেমিক তথ্য, পাসপোর্ট, মোটিভেশন লেটার ও অন্যান্য যেকোনো প্রয়োজনীয় তথ্য।

আবেদনের যোগ্যতা

শিক্ষার্থীদের ইতালির পলিটেকনিকো ডি মিলানোতে বৃত্তির জন্য আবেদন করতে হবে। প্রার্থীদের অবশ্যই সময়সীমার আগে আবেদন করতে হবে। প্রার্থীকে অবশ্যই আবেদন ফি জমা দিতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করত হবে। ভাষা দক্ষতার সনদ জমা দিতে হবে।

আবেদন পদ্ধতি

আগ্রহী শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইটের এ লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময় ৩০ জানুয়ারি ২০২৫।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত