জুবায়ের আহম্মেদ
২০১৭-১৮ সেশনে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় (চুয়েট) ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন মো. রফিকুল ইসলাম রাফি। প্রথমবারের মতো তিনটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সমন্বিত পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আপনারা যাঁরা প্রকৌশল বিশ্ববিদ্যায়ের সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আজ তাঁদের জন্য থাকছে বিশেষ পরামর্শ–
টেনশন মুক্ত থাকা
অনেকের প্রস্তুতি ভালো না থাকার কারণে হয়তো পরীক্ষা খারাপ হয়। আবার দেখা যায় অনেকের প্রস্তুতি ভালো, কিন্তু অহেতুক টেনশনের কারণে পরীক্ষা খারাপ হয়। আপনার নিজের পরীক্ষায় কীভাবে ভালো করা যায়, সেটা নিয়ে চিন্তা করতে হবে। চান্স হবে নাকি হবে না–এটা নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। অহেতুক টেনশনকে দূরে রাখতে হবে। মন দিয়ে পড়তে হবে। সফলতা আসবেই। আর সফলতার জন্য বিশ্ববিদ্যালয়েই চান্স পেতে হবে–বিষয়টি এমনও নয়। চেষ্টা করলে যে কেউ যেকোনো জায়গা থেকে সফল হতে পারে।
টাইম ম্যানেজমেন্ট
পরীক্ষার ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় । সকল প্রশ্নেরই নম্বর সমান। এমন নয় যে একটা তুলনামূলক কঠিন প্রশ্নের উত্তর করলে বেশি নম্বর পাওয়া যাবে। কাজেই আগে সহজ প্রশ্নগুলোর সমাধান করা বুদ্ধিমানের কাজ হবে। আর সহজ তিন-চারটা প্রশ্ন সমাধান করার পর একটা ফ্লো এসে যায়। তখন বাকিগুলো উত্তর করাও সহজ হবে।
তবে আমার কৌশল শতভাগ কার্যকরী নাও হতে পারে। কাজেই আমি দাবি করছি না এটা মানতেই হবে। নিজের মতো করে উত্তর দিতে পারেন। গণিতের সমাধান ঠান্ডা মাথায় করবেন। কোনোটার উত্তর না মিললে সেটা নিয়ে অধিক সময় বসে থাকা যাবে না। অন্য প্রশ্নে চলে যেতে হবে।
আগে সহজ প্রশ্নগুলোর সমাধান করা বুদ্ধিমানের কাজ হবে। আর সহজ তিন-চারটা প্রশ্ন সমাধান করার পর একটা ফ্লো এসে যায়। তখন বাকিগুলো উত্তর করাও সহজ হবে।
পদার্থবিজ্ঞান
তত্ত্ব ভালো জানা থাকলে বইয়ের যেকোনো সমস্যার সমাধান করা সম্ভব। কী ধরনের প্রশ্ন হতে পারে তা বিগত বছরগুলোর প্রশ্ন বিশ্লেষণ করলেই বোঝা যাবে।
সূত্র মনে রাখা, দ্রুততার সঙ্গে
হিসাব করার অনুশীলন করতে হবে। বেশি বেশি গাণিতিক লকুলেশনের ওপর জোর দিতে হবে। যত দ্রুত ক্যালকুলেশন করার দক্ষতা অর্জন করবেন, ততই মঙ্গল। সূত্রগুলো ভালো করে রপ্ত করতে হবে।
রসায়ন
সাম্প্রতিত সময়ে গাণিতিক সমস্যার পাশাপাশি জ্ঞানমূলক প্রশ্নও আসে। কাজেই পাঠ্যবই ভালোভাবে পড়া উচিত। আমার মতে, বইয়ের কোনো বিক্রিয়া পড়া না থাকলে–পরীক্ষার সময় সারা দিন দিলেও কোনো লাভ হবে না। বুঝতেই পারছেন, বইয়ের বিক্রিয়াগুলো ভালোভাবে নিজের দখলে রাখতে হবে। যেকোনো সহায়ক বই থেকে গাণিতিক সমস্যাবলি ভালোভাবে অনুশীলন করবেন।
গণিত
সাধারণত বইয়ের অঙ্কগুলো ভালো মতো করা থাকলে এই অংশটুকু উত্তর করা সহজ হয়। ক্যালকুলেটরের অনেক ফাংশন আছে, সেগুলো জানা থাকলে সহজে সমস্যা সমাধান করা যায়। তাই ক্যালকুলেটরের ফাংশনগুলো আগেভাগেই জেনে নিতে হবে। অন্যদিকে সূত্রগুলোও রপ্ত করতে হবে।
ইংরেজি
অন্যান্য বিষয়ে জোর দিতে গিয়ে অনেকেরই হয়তো ইংরেজিতে অনুশীলন কম করা হয়েছে। এজন্য আপনারা ঢাবির ক ইউনিটের বিগত ১০-১৫ বছরের ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান করতে পারেন। পাশাপাশি অন্যান্য বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির ইংরেজি অংশ অনুশীলন করা যায়।
অনুলিখন: জুবায়ের আহম্মেদ
২০১৭-১৮ সেশনে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় (চুয়েট) ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন মো. রফিকুল ইসলাম রাফি। প্রথমবারের মতো তিনটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সমন্বিত পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আপনারা যাঁরা প্রকৌশল বিশ্ববিদ্যায়ের সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আজ তাঁদের জন্য থাকছে বিশেষ পরামর্শ–
টেনশন মুক্ত থাকা
অনেকের প্রস্তুতি ভালো না থাকার কারণে হয়তো পরীক্ষা খারাপ হয়। আবার দেখা যায় অনেকের প্রস্তুতি ভালো, কিন্তু অহেতুক টেনশনের কারণে পরীক্ষা খারাপ হয়। আপনার নিজের পরীক্ষায় কীভাবে ভালো করা যায়, সেটা নিয়ে চিন্তা করতে হবে। চান্স হবে নাকি হবে না–এটা নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। অহেতুক টেনশনকে দূরে রাখতে হবে। মন দিয়ে পড়তে হবে। সফলতা আসবেই। আর সফলতার জন্য বিশ্ববিদ্যালয়েই চান্স পেতে হবে–বিষয়টি এমনও নয়। চেষ্টা করলে যে কেউ যেকোনো জায়গা থেকে সফল হতে পারে।
টাইম ম্যানেজমেন্ট
পরীক্ষার ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় । সকল প্রশ্নেরই নম্বর সমান। এমন নয় যে একটা তুলনামূলক কঠিন প্রশ্নের উত্তর করলে বেশি নম্বর পাওয়া যাবে। কাজেই আগে সহজ প্রশ্নগুলোর সমাধান করা বুদ্ধিমানের কাজ হবে। আর সহজ তিন-চারটা প্রশ্ন সমাধান করার পর একটা ফ্লো এসে যায়। তখন বাকিগুলো উত্তর করাও সহজ হবে।
তবে আমার কৌশল শতভাগ কার্যকরী নাও হতে পারে। কাজেই আমি দাবি করছি না এটা মানতেই হবে। নিজের মতো করে উত্তর দিতে পারেন। গণিতের সমাধান ঠান্ডা মাথায় করবেন। কোনোটার উত্তর না মিললে সেটা নিয়ে অধিক সময় বসে থাকা যাবে না। অন্য প্রশ্নে চলে যেতে হবে।
আগে সহজ প্রশ্নগুলোর সমাধান করা বুদ্ধিমানের কাজ হবে। আর সহজ তিন-চারটা প্রশ্ন সমাধান করার পর একটা ফ্লো এসে যায়। তখন বাকিগুলো উত্তর করাও সহজ হবে।
পদার্থবিজ্ঞান
তত্ত্ব ভালো জানা থাকলে বইয়ের যেকোনো সমস্যার সমাধান করা সম্ভব। কী ধরনের প্রশ্ন হতে পারে তা বিগত বছরগুলোর প্রশ্ন বিশ্লেষণ করলেই বোঝা যাবে।
সূত্র মনে রাখা, দ্রুততার সঙ্গে
হিসাব করার অনুশীলন করতে হবে। বেশি বেশি গাণিতিক লকুলেশনের ওপর জোর দিতে হবে। যত দ্রুত ক্যালকুলেশন করার দক্ষতা অর্জন করবেন, ততই মঙ্গল। সূত্রগুলো ভালো করে রপ্ত করতে হবে।
রসায়ন
সাম্প্রতিত সময়ে গাণিতিক সমস্যার পাশাপাশি জ্ঞানমূলক প্রশ্নও আসে। কাজেই পাঠ্যবই ভালোভাবে পড়া উচিত। আমার মতে, বইয়ের কোনো বিক্রিয়া পড়া না থাকলে–পরীক্ষার সময় সারা দিন দিলেও কোনো লাভ হবে না। বুঝতেই পারছেন, বইয়ের বিক্রিয়াগুলো ভালোভাবে নিজের দখলে রাখতে হবে। যেকোনো সহায়ক বই থেকে গাণিতিক সমস্যাবলি ভালোভাবে অনুশীলন করবেন।
গণিত
সাধারণত বইয়ের অঙ্কগুলো ভালো মতো করা থাকলে এই অংশটুকু উত্তর করা সহজ হয়। ক্যালকুলেটরের অনেক ফাংশন আছে, সেগুলো জানা থাকলে সহজে সমস্যা সমাধান করা যায়। তাই ক্যালকুলেটরের ফাংশনগুলো আগেভাগেই জেনে নিতে হবে। অন্যদিকে সূত্রগুলোও রপ্ত করতে হবে।
ইংরেজি
অন্যান্য বিষয়ে জোর দিতে গিয়ে অনেকেরই হয়তো ইংরেজিতে অনুশীলন কম করা হয়েছে। এজন্য আপনারা ঢাবির ক ইউনিটের বিগত ১০-১৫ বছরের ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান করতে পারেন। পাশাপাশি অন্যান্য বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির ইংরেজি অংশ অনুশীলন করা যায়।
অনুলিখন: জুবায়ের আহম্মেদ
এখানে একজন থেকে শুরু করে সর্বাধিক চারজনের মধ্যে কথোপকথন হয়। আলোচনা চলতে থাকে সামাজিক ও একাডেমিক বিভিন্ন বিষয়ে। বিষয়বস্তুর জটিলতা সহজ থেকে ক্রমেই বাড়ে। কথোপকথন প্রায় ৩০ মিনিট ধরে চলে। এ সময় প্রশ্নপত্র ও রেকর্ডিং—উভয়ই প্রস্তুত থাকে। একবার শোনা রেকর্ডিংয়ে হারিয়ে যাওয়া স্বাভাবিক। তাহলে করণীয়? চিন্তার কি
১ ঘণ্টা আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) রমজান মাসের করা রুটিন অনুযায়ী সকল ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তবে সেমিস্টার ও মিডটার্ম পরীক্ষা সশরীরে ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে...
১৯ ঘণ্টা আগেআজ বুধবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণকালে এ মন্তব্য করেন অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)।
২০ ঘণ্টা আগেস্নাতক পর্যায়ে বিদেশে পড়াশোনা করতে চাইলে শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা হলো SAT (Scholastic Assessment Test)। এটি মূলত ইংরেজি পড়া, লেখা এবং গণিতে দক্ষতা যাচাইয়ের পরীক্ষা। বিশেষত, যুক্তরাষ্ট্র ও কানাডার বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির জন্য SAT স্কোর বেশ গুরুত্বপূর্ণ।
১ দিন আগে