কানাডার ট্রেন্ট ইউনিভার্সিটিতে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি

শিক্ষা ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ০৮: ৪৯
ছবি: সংগৃহীত

উচ্চশিক্ষা গ্রহণের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বরাবরই জনপ্রিয় গন্তব্য কানাডা। এর অন্যতম কারণ, দেশটিতে বিদেশি শিক্ষার্থীদের জন্য সরকারি-বেসরকারি দুই রকমের বৃত্তির ব্যবস্থা রয়েছে। সে রকমই একটি বৃত্তি হলো ট্রেন্ট ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্কলারশিপ-২০২৫। এ বৃত্তির জন্য ইতিমধ্যে আবেদন গ্রহণ শুরু হয়েছে।

২০২৫ সালের ট্রেন্ট ইউনিভার্সিটি বৃত্তির আওতায় ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির জন্য বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

সুযোগ-সুবিধা

ট্রেন্ট ইউনিভার্সিটি স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য একাধিক বৃত্তি দিয়ে থাকে। যেমন: ট্রেন্ট আন্তর্জাতিক গ্লোবাল সিটিজেনস স্কলারশিপের পরিমাণ ২০০০-২৫০০০ ডলার। ট্রেন্ট আন্তর্জাতিক গ্লোবাল সিটিজেনস স্কলারশিপের পরিমাণ ২৫০০০ ডলার, ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজ বৃত্তির পরিমাণ ২৫০০০ ডলার ও জাস্টিন চিউ আন্তর্জাতিক বৃত্তির পরিমাণ ৩০০০-১৫০০০ ডলার।

অধ্যয়নের বিষয়সমূহ

অ্যাকাউন্টিং, নৃতত্ত্ব, ফলিত কৃষি, ফলিত নীতিশাস্ত্র (বিকল্প), প্রত্নতত্ত্ব, কলা ও বিজ্ঞান, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, জীববিদ্যা, বায়োমেডিকেল সায়েন্স, ব্যবসায় প্রশাসন, ব্যবসা এবং কলা, ব্যবসা এবং বিজ্ঞান, ব্যবসায়িক যোগাযোগ, রসায়ন।

আবেদনের যোগ্যতা

আবেদনকারীকে অবশ্যই একজন আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে। শিক্ষার্থীকে অবশ্যই ট্রেন্ট ইউনিভার্সিটির স্নাতক ডিগ্রি প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটের এ লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ১৫ জানুয়ারি ২০২৫।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত