শিক্ষা ডেস্ক
২০২৪–২৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের অধীন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) প্রথম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির পরিচালক ডা. মো. আবুল কেনান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আজ বৃহস্পিতবার (১৬ জানুয়ারি) থেকে প্রতিষ্ঠানটির ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়াও শুরু হয়। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা।
ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্রহী ভর্তিচ্ছুরা অনলাইনের এ লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন। উপজাতি প্রার্থীদের জন্য একটি ও মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য দুটি আসন সংরক্ষিত থাকবে। মুক্তিযোদ্ধার সন্তান না পাওয়া গেলে আসন দুটি মেধার ভিত্তিতে পূরণ করা হবে। এ ছাড়া এবারও দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে।
আবেদনের যোগ্যতা
যেকোনো শিক্ষা বোর্ড বা মাদ্রাসা শিক্ষা বোর্ড অথবা দেশের বাইরে যেকোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে পদার্থবিদ্যা, রসায়ন ও জীববিজ্ঞান উভয় পরীক্ষায় মোট জিপিএ–৮ থাকতে হবে। আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫ থাকতে হবে। যেসব প্রার্থী ২০২১ সালের আগে এসএসসি ও ২০২৩ সালের আগে এইচএসসি পরীক্ষায় উর্ত্তীর্ণ, তাঁদের আবেদন করার দরকার নেই।
নম্বর বণ্টন
পদার্থবিজ্ঞানে ৩০, রসায়নে ৩০ ও জীববিজ্ঞানে ৩০ নম্বর এবং ইংরেজি ও সাধারণ জ্ঞানে ১০ নম্বর; সর্বমোট ১০০ নম্বরের ভিত্তিতে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা হবে। প্রার্থীদের এসএসসিতে প্রাপ্ত গ্রেডিংয়ের সঙ্গে ৮ ও এইচএসসিতে প্রাপ্ত গ্রেডিংয়ের সঙ্গে ১২ গুণ করে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরসহ মেধাতালিকা প্রস্তুত করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ
১৬ জানুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। চলবে ২৬ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত। আবেদন প্রক্রিয়া শেষে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু হবে ২৪ এপ্রিল। চলবে ১ মে পর্যন্ত। এরপর আগামী ২ মে সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি (সাবেক আগারগাঁও তালতলা সরকারি কলোনি স্কুল অ্যান্ড মহিলা কলেজ) কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় থাকবে ১ ঘণ্টা।
২০২৪–২৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের অধীন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) প্রথম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির পরিচালক ডা. মো. আবুল কেনান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আজ বৃহস্পিতবার (১৬ জানুয়ারি) থেকে প্রতিষ্ঠানটির ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়াও শুরু হয়। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা।
ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্রহী ভর্তিচ্ছুরা অনলাইনের এ লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন। উপজাতি প্রার্থীদের জন্য একটি ও মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য দুটি আসন সংরক্ষিত থাকবে। মুক্তিযোদ্ধার সন্তান না পাওয়া গেলে আসন দুটি মেধার ভিত্তিতে পূরণ করা হবে। এ ছাড়া এবারও দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে।
আবেদনের যোগ্যতা
যেকোনো শিক্ষা বোর্ড বা মাদ্রাসা শিক্ষা বোর্ড অথবা দেশের বাইরে যেকোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে পদার্থবিদ্যা, রসায়ন ও জীববিজ্ঞান উভয় পরীক্ষায় মোট জিপিএ–৮ থাকতে হবে। আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫ থাকতে হবে। যেসব প্রার্থী ২০২১ সালের আগে এসএসসি ও ২০২৩ সালের আগে এইচএসসি পরীক্ষায় উর্ত্তীর্ণ, তাঁদের আবেদন করার দরকার নেই।
নম্বর বণ্টন
পদার্থবিজ্ঞানে ৩০, রসায়নে ৩০ ও জীববিজ্ঞানে ৩০ নম্বর এবং ইংরেজি ও সাধারণ জ্ঞানে ১০ নম্বর; সর্বমোট ১০০ নম্বরের ভিত্তিতে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা হবে। প্রার্থীদের এসএসসিতে প্রাপ্ত গ্রেডিংয়ের সঙ্গে ৮ ও এইচএসসিতে প্রাপ্ত গ্রেডিংয়ের সঙ্গে ১২ গুণ করে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরসহ মেধাতালিকা প্রস্তুত করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ
১৬ জানুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। চলবে ২৬ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত। আবেদন প্রক্রিয়া শেষে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু হবে ২৪ এপ্রিল। চলবে ১ মে পর্যন্ত। এরপর আগামী ২ মে সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি (সাবেক আগারগাঁও তালতলা সরকারি কলোনি স্কুল অ্যান্ড মহিলা কলেজ) কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় থাকবে ১ ঘণ্টা।
২০২৪-২৫ শিক্ষাবর্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগেআজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব মেডিসিন ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) ভর্তি পরীক্ষা। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ ভর্তি পরীক্ষা দেশব্যাপী ১৯টি পরীক্ষাকেন্দ্রে অনুষ্ঠিত হবে...
৫ ঘণ্টা আগেদেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব মেডিসিন ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) ভর্তি পরীক্ষা আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ ভর্তি পরীক্ষা দেশব্যাপী ১৯টি পরীক্ষাকেন্দ্রে অনুষ্ঠিত হবে।
১৮ ঘণ্টা আগেইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) ৩৪ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে আনন্দ ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে উত্তরার নিজস্ব ক্যাম্পাসে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন ঘোষণা করেন...
২০ ঘণ্টা আগে