Ajker Patrika

হল ছাড়ছেন ইবি শিক্ষার্থীরা 

ইবি প্রতিনিধি
হল ছাড়ছেন ইবি শিক্ষার্থীরা 

করোনার সংক্রমণ ঠেকাতে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়। এ সময় পরীক্ষা সশরীরে ও ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে নিজ নিজ আবাসস্থলে অবস্থান করার পরামর্শ দিলেও দীর্ঘ বন্ধের কারণে আবাসিক হল ছাড়ছেন শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, আগের মতো এবারও বিশ্ববিদ্যালয় বন্ধের সময়সীমা বাড়ার আশঙ্কায় ভুগছেন তারা। এ ছাড়া হলে হলে জ্বর ও সর্দি কাশি ছড়িয়ে পড়ায় তারা হল ছেড়ে চলে যাচ্ছেন। 

এ বিষয়ে শেখ রাসেল হলের আবাসিক শিক্ষার্থী রানা ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয় বন্ধের সময়সীমা বাড়তে পারে। তখন যদি আবার লকডাউন বা অন্য কারণে বাড়ি না যেতে পারি তাই এখনই হল ছাড়ছি। তা ছাড়া আমাদের পরীক্ষাও শেষ।’ 

শহীদ জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী মুজাহিদ হাসান বলেন, ‘হলের প্রায় প্রত্যেকটি রুমেই কোনো না কোনো শিক্ষার্থী অসুস্থ। তাই হলের চেয়ে বাড়িতেই নিরাপদে থাকতে পারব। যেহেতু অনলাইন ক্লাস হবে, তাই বাড়িতে থাকলে তেমন কোনো সমস্যা হবে না। এ ছাড়া এই ছুটি কত দূর পর্যন্ত গড়ায় সেটাও জানি না।’ 

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘দুই সপ্তাহ অনলাইন ক্লাস চলবে। যারা একটু সচেতন তারা বাড়ি চলে যাচ্ছেন। আমাদের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। শিক্ষার্থীদের নিরাপদ রাখতে আমাদের পক্ষ থেকে চেষ্টা অব্যাহত থাকবে।’ 

বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. রেবা মণ্ডল বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যেহেতু দুই সপ্তাহ সশরীরে ক্লাস বন্ধ, সেহেতু শিক্ষার্থীদের যেকোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আছে। হলে করোনা সংক্রমণের বিষয়টি প্রশাসন সার্বক্ষণিক তদারকি মধ্যে রাখছেন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয় বিশ্বের নেতা হওয়ার পথে দিল্লির বাধা চীনের উত্থান: ভারতীয় সেনাপ্রধান

আসামির জবানবন্দি: মাগুরার শিশুটির গলায় ওড়না পেঁচিয়ে ধর্ষণ করা হয়

ইউএনওর ফেসবুক পেজ হ্যাক করে পোস্ট, ‘করলাম না এই প্রশাসনের চাকরি’

রেমিট্যান্সের নামে ৭৩০ কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন একজন, কার কথা বললেন এনবিআর চেয়ারম্যান

অতিরিক্ত দায়িত্ব পালনে খাওয়ার খরচ চায় পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত