এ টি এম মোজাফফর হোসেন, সেলটা
[গত সংখ্যার পর]
লিসেনিংয়ে ডিসকোর্স মার্কারের কাজ
১। বক্তার কথাগুলোকে সাজিয়ে দেয়
বক্তা কখন শুরু করছে, কখন বিষয়টি সবিস্তারে মেলে ধরছে, কখন উদাহরণ টানছে, এরপর কী বলবে ইত্যাদি ইত্যাদি। তাতে আমরা সহজেই বুঝতে পারি যে লিসনিংয়ে আমরা কোথায় আছি এবং অব্যহিত পরে কোন দিকে যাচ্ছি। যেমন:
» Good moning (কথার শুরু
» Off course, (কোনো কথাতে
» Thanks,... (কোনো কিছু পাওয়া)
» Now, I will... (নতুন কিছু শুরু করা)
» For example,...(কোনো
উদাহরণ দেওয়া)
» At the end,... (শেষের কথা)
» Goodbye, ... (বিদায়)
২। বক্তার কথাগুলোকে নিয়ন্ত্রণ করে
আমরা যখন কথা বলি তখন লক্ষ্য করি যে কথাগুলো শ্রোতারা বুঝতে পারছে কিনা। কারণ, শ্রোতাদের সাড়া দেখে তা সহজে বোঝা যায়। অনেক সময় শ্রোতাদের সাড়ার ওপর ভিত্তি করে আমরা কথা ঘুরিয়ে ফেলি কিংবা পরিবর্তন করে ফেলি। এখানে এভাবেই ডিসকোর্স মার্কার ব্যবহৃত হয়। যেমন:
» well (কথা শুরু করা বা কারও কথার জবাব দেওয়া)
» I mean (উদাহরণ দেওয়া, ব্যাখ্যা করা)
» You see (নির্দিষ্ট কোনো বিষয়ে মনোযোগ আকর্ষণ)
» In other words (অধিক ব্যাখ্যা করা)
» what I mean is (কোনো কিছু বোঝানো)
» The thing it (কোনো বিষয় মেলে ধরা)
» you know (কথার কথা)
৩। বক্তার মনোভাবের বহিঃপ্রকাশ ঘটায়
কথায় ব্যবহৃত ডিসকোর্স মার্কার শুনেই বক্তার মনোভাব বোঝা যায়। আর বক্তার মনোভাব বুঝতে পারলে তার কথার মূল ভাবার্থও সহজে বোঝা যায়। যেমন:
» You can do it, but (তোমার কথা পছন্দ করছে না)
» Wow..(খুবই চমৎকার)
» No! not again...(অত্যন্ত বিরক্ত)
» How could you...(বিস্ময় প্রকাশ)
৪। এই কথাগুলো কিছুটা নরম
ডিসকোর্স মার্কারে ব্যবহৃত শব্দগুলো বক্তা একটু নরম করে (কথাগুলো শক্তিশালী বা সরাসরি নয়) বললেও এটি নিয়ে ভাবনায় কিছু নেই। কারণ লিসনিংয়ের ওই অংশের কথায় কোনো উত্তর থাকে না। এটি কেবল কথার গতিপ্রকৃতি নিয়ন্ত্রণ করে থাকে। যেমন:
» like (তুলনা করা)
» maybe (হতে পারে, সম্ভাবনা)
» sort of (কোনো রকমের, নামে মাত্র)
৫। শ্রোতার প্রতিক্রিয়া
আমরা যখন কারও কথা শুনি তাতে আমরা প্রতিক্রিয়া প্রকাশ করে থাকি। আর এটা প্রকাশ পায় আমাদের অঙ্গভঙ্গি বা প্রকাশভঙ্গিতে। এতে বোঝা যায়, শ্রোতা কতটা বুঝেছে কিংবা তার মনোভাব কী ইত্যাদি। লিসনিংয়ে যখন দুই বা ততোধিকের মধ্যে কথোপকথন হয় তখন এই বিষয়টি চলে আসে। একজনের কথায় অন্যজন কীভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে, তার অর্থ কী ইত্যাদি। যেমন:
» Mm (শুনলাম, বুঝলাম)
» really (এটা সত্যি, আশ্চর্যান্বিত)
» yeah (সম্মতি)
» that’s a shame (ঘৃণিত কাজ)
৬। এই শব্দগুলো বড়ই অর্থবহ
এখানে ব্যবহৃত শব্দগুলোর নির্দিষ্ট অর্থ রয়েছে যা জানা খুব জরুরি। এসব জানলে আমরা বুঝতে পারব যে বক্তা এখন কী বলতে যাচ্ছে। যেমন:
» Right, well that should be.. (কোন কথাতে সম্মতি দেওয়া, সঙ্গে কিছু যোগ করা)
» Yes, go ahead...(কোন কথাতে পুরোপুরি সম্মতি দেওয়া)
[পর্ব-৭.৪ আগামী সংখ্যায়]
আরও পড়ুন:
[গত সংখ্যার পর]
লিসেনিংয়ে ডিসকোর্স মার্কারের কাজ
১। বক্তার কথাগুলোকে সাজিয়ে দেয়
বক্তা কখন শুরু করছে, কখন বিষয়টি সবিস্তারে মেলে ধরছে, কখন উদাহরণ টানছে, এরপর কী বলবে ইত্যাদি ইত্যাদি। তাতে আমরা সহজেই বুঝতে পারি যে লিসনিংয়ে আমরা কোথায় আছি এবং অব্যহিত পরে কোন দিকে যাচ্ছি। যেমন:
» Good moning (কথার শুরু
» Off course, (কোনো কথাতে
» Thanks,... (কোনো কিছু পাওয়া)
» Now, I will... (নতুন কিছু শুরু করা)
» For example,...(কোনো
উদাহরণ দেওয়া)
» At the end,... (শেষের কথা)
» Goodbye, ... (বিদায়)
২। বক্তার কথাগুলোকে নিয়ন্ত্রণ করে
আমরা যখন কথা বলি তখন লক্ষ্য করি যে কথাগুলো শ্রোতারা বুঝতে পারছে কিনা। কারণ, শ্রোতাদের সাড়া দেখে তা সহজে বোঝা যায়। অনেক সময় শ্রোতাদের সাড়ার ওপর ভিত্তি করে আমরা কথা ঘুরিয়ে ফেলি কিংবা পরিবর্তন করে ফেলি। এখানে এভাবেই ডিসকোর্স মার্কার ব্যবহৃত হয়। যেমন:
» well (কথা শুরু করা বা কারও কথার জবাব দেওয়া)
» I mean (উদাহরণ দেওয়া, ব্যাখ্যা করা)
» You see (নির্দিষ্ট কোনো বিষয়ে মনোযোগ আকর্ষণ)
» In other words (অধিক ব্যাখ্যা করা)
» what I mean is (কোনো কিছু বোঝানো)
» The thing it (কোনো বিষয় মেলে ধরা)
» you know (কথার কথা)
৩। বক্তার মনোভাবের বহিঃপ্রকাশ ঘটায়
কথায় ব্যবহৃত ডিসকোর্স মার্কার শুনেই বক্তার মনোভাব বোঝা যায়। আর বক্তার মনোভাব বুঝতে পারলে তার কথার মূল ভাবার্থও সহজে বোঝা যায়। যেমন:
» You can do it, but (তোমার কথা পছন্দ করছে না)
» Wow..(খুবই চমৎকার)
» No! not again...(অত্যন্ত বিরক্ত)
» How could you...(বিস্ময় প্রকাশ)
৪। এই কথাগুলো কিছুটা নরম
ডিসকোর্স মার্কারে ব্যবহৃত শব্দগুলো বক্তা একটু নরম করে (কথাগুলো শক্তিশালী বা সরাসরি নয়) বললেও এটি নিয়ে ভাবনায় কিছু নেই। কারণ লিসনিংয়ের ওই অংশের কথায় কোনো উত্তর থাকে না। এটি কেবল কথার গতিপ্রকৃতি নিয়ন্ত্রণ করে থাকে। যেমন:
» like (তুলনা করা)
» maybe (হতে পারে, সম্ভাবনা)
» sort of (কোনো রকমের, নামে মাত্র)
৫। শ্রোতার প্রতিক্রিয়া
আমরা যখন কারও কথা শুনি তাতে আমরা প্রতিক্রিয়া প্রকাশ করে থাকি। আর এটা প্রকাশ পায় আমাদের অঙ্গভঙ্গি বা প্রকাশভঙ্গিতে। এতে বোঝা যায়, শ্রোতা কতটা বুঝেছে কিংবা তার মনোভাব কী ইত্যাদি। লিসনিংয়ে যখন দুই বা ততোধিকের মধ্যে কথোপকথন হয় তখন এই বিষয়টি চলে আসে। একজনের কথায় অন্যজন কীভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে, তার অর্থ কী ইত্যাদি। যেমন:
» Mm (শুনলাম, বুঝলাম)
» really (এটা সত্যি, আশ্চর্যান্বিত)
» yeah (সম্মতি)
» that’s a shame (ঘৃণিত কাজ)
৬। এই শব্দগুলো বড়ই অর্থবহ
এখানে ব্যবহৃত শব্দগুলোর নির্দিষ্ট অর্থ রয়েছে যা জানা খুব জরুরি। এসব জানলে আমরা বুঝতে পারব যে বক্তা এখন কী বলতে যাচ্ছে। যেমন:
» Right, well that should be.. (কোন কথাতে সম্মতি দেওয়া, সঙ্গে কিছু যোগ করা)
» Yes, go ahead...(কোন কথাতে পুরোপুরি সম্মতি দেওয়া)
[পর্ব-৭.৪ আগামী সংখ্যায়]
আরও পড়ুন:
‘বৈশাখে হবে উৎসব, উৎসবে হবে নাটক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আইইউবি থিয়েটারের উদ্যোগে ১৩ ও ১৪ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ‘আইইউবি থিয়েটার বৈশাখী নাট্যোৎসব ২০২৫’। এই উৎসবে আইইউবি থিয়েটার ছাড়াও জাহাঙ্গীরনগর থিয়েটার, তীরন্দাজ রেপার্টরি, বটতলা থিয়েটারসহ মোট চারটি নাট্যদল তাদের প্রযোজনা মঞ্
৩৮ মিনিট আগেযুক্তরাজ্যে অ্যাংলিয়া রাস্কিন ইউনিভার্সিটি মেরিট স্কলারশিপ ২০২৫-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। অর্থায়িত এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে এ বৃত্তির
১১ ঘণ্টা আগেরাজধানীর অভিজাত গুলশান ক্লাবে গতকাল শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো ক্লাব জিলা স্কুল বিডি লিমিটেডের প্রথম মিলনমেলা ও ঈদ পুনর্মিলনী ২০২৫।
১ দিন আগেবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আই ক্যাম্প–২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। শিক্ষক–শিক্ষার্থীদের চক্ষু স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে জানানো হয়েছে।
১ দিন আগে