থাইল্যান্ডের সেমিনারে যাচ্ছেন সুন্দরগঞ্জের ২ প্রাথমিক শিক্ষক

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩, ১৯: ২২
আপডেট : ২০ আগস্ট ২০২৩, ১৯: ২৯

থাইল্যান্ডের শিশু ও যুব উন্নয়নের এক সেমিনারে যাওয়ার আমন্ত্রণ পেয়েছেন গাইবান্ধার প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষক। আগামীকাল (২১ আগস্ট) বিকেলে ঢাকা ছাড়ার কথা তাঁদের। 

তাঁরা হলেন- সুন্দরগঞ্জ উপজেলার শিবরাম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন ও সহকারী শিক্ষক মোছা. মাহফুজা বেগম। ২০০২ সালে এই সেরা শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছিল। 

গতকাল রোববার দুপুর ২টার দিকে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি আজকের পত্রিকাকে বলেন, থাইল্যান্ডের রাজকুমারী মাহা চাকরি সিরিনধরনের সহযোগিতায় শিশু ও যুব উন্নয়ন প্রকল্পের আয়োজনে ২২ আগষ্ট থেকে ৩০ আগষ্ট পর্যন্ত সেমিনার চলবে। এতে অংশগ্রহণকারীদের বাছাই করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সারাদেশ থেকে পাঁচটি প্রাথমিক বিদ্যালয়ের ১০ জন শিক্ষক এতে অংশ নেওয়ার কথা আছে বলেও জানান এ কর্মকর্তা। 

সেমিনারে আমন্ত্রিত মো. রুহুল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘যে কোনো কর্মের স্বীকৃতি দায়িত্ব পালনে আগ্রহ কয়েকগুণ বাড়িয়ে দেয়। আশা করছি, এ সফর শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত