Ajker Patrika

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৩ স্থাপনার নাম পরিবর্তন

জাককানইবি প্রতিনিধি 
ফাইল ছবি
ফাইল ছবি

ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ও বঙ্গবন্ধু স্কয়ারের নাম পরিবর্তন করা হয়েছে।

গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ৮৮তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নতুন নামকরণ করা হয়েছে বিদ্রোহী হল। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল পরিবর্তিত হয়েছে শিউলি মালা হলে। একই সঙ্গে বঙ্গবন্ধু স্কয়ারের নতুন নামকরণ করা হয়েছে জুলাই-২৪ স্কয়ার।

শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতেই নতুন নামকরণ চূড়ান্ত করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরই বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবার সংশ্লিষ্ট সবার প্রতিকৃতি ও নামফলক ভেঙে ফেলেন শিক্ষার্থীদের একাংশ। তাঁরা প্রাথমিকভাবে দুটি হলের নাম পরিবর্তন করে ‘বিদ্রোহী হল’ ও ‘শিউলিমালা হল’ নির্ধারণ করেন। সিন্ডিকেট সভায় তা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। আসিফ আহমেদ তাহসান নামের এক শিক্ষার্থী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সুন্দর একটি কাজ করেছে। বংশগত ভিত্তি কোথাও থাকবে না। নজরুলের প্রতিটি সৃষ্টিকর্মের স্বাক্ষর থাকুক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায়।’

আরেক শিক্ষার্থী মো. রাজু শেখ বলেন, ‘রাজনৈতিক তোষামোদীর কারণে নেতাদের খুশি করতেই একটি নির্দিষ্ট পরিবারকেন্দ্রিক নামগুলো দেওয়া হয়েছিল। সর্বক্ষেত্রেই রাজনৈতিক তোষামোদী নিপাত যাক। আমরা চাই নজরুলের সৃষ্টিকর্মের নামেই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি স্থাপনার নামকরণ করা হোক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত