কানাডার সেরা ৫ বিশ্ববিদ্যালয়

মুসাররাত আবির
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ০৮: ৩৩
Thumbnail image
ইউনিভার্সিটি অব টরন্টো, কানাডা। ছবি: সংগৃহীত

শিক্ষার গুণগত মান এবং বৈশ্বিক স্বীকৃতির কারণে শিক্ষার্থীদের পছন্দের দেশ কানাডা। উত্তর আমেরিকার এ দেশে রয়েছে উচ্চমানের গবেষণার সুযোগ, বিশ্বমানের শিক্ষাব্যবস্থা এবং উদার বৃত্তির সুবিধা। এ বছরের কিউএস ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং অনুযায়ী কানাডার সেরা পাঁচ বিশ্ববিদ্যালয় নিয়ে থাকছে আজকের আয়োজন।

১. ইউনিভার্সিটি অব টরন্টো
এ বছরের কিউএস ওয়ার্ল্ড র‍্যাঙ্কিংয়ে কানাডার ইউনিভার্সিটি অব টরন্টো রয়েছে ২১তম অবস্থানে। টরন্টোর প্রাণকেন্দ্রে অবস্থিত এই বিশ্ববিদ্যালয় গবেষণার জন্য বিখ্যাত। মেডিসিন, বিজনেস ও ইঞ্জিনিয়ারিং বিভাগের জন্য এটি শীর্ষস্থানীয়। স্নাতক পর্যায়ে বার্ষিক পড়াশোনার খরচ ৪৫ হাজার থেকে ৬০ হাজার কানাডিয়ান ডলার এবং স্নাতকোত্তর পর্যায়ে ২০ হাজার থেকে ৫০ হাজার কানাডিয়ান ডলার। লেস্টার বি. পিয়েরসন ইন্টারন্যাশনাল স্কলারশিপ শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি এবং থাকা-খাওয়ার খরচ বহন করে।

২. ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া (ইউবিসি)
কানাডার দ্বিতীয় সেরা বিশ্ববিদ্যালয়টি ভ্যাঙ্কুভারে অবস্থিত। কিউএস ওয়ার্ল্ড র‍্যাঙ্কিংয়ে এর অবস্থান ৪১তম। ইউবিসি পরিবেশবিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও বিজনেস শিক্ষার জন্য প্রসিদ্ধ। স্নাতক পর্যায়ে পড়াশোনার খরচ ৩৮ হাজার থেকে ৫০ হাজার কানাডিয়ান ডলার এবং স্নাতকোত্তর পর্যায়ে ২০ হাজার থেকে ৩৫ হাজার কানাডিয়ান ডলার। ইন্টারন্যাশনাল মেজর এনট্রান্স স্কলারশিপ ও গ্র্যাজুয়েট সাপোর্ট ইনিশিয়েটিভ শিক্ষার্থীদের জন্য বড় সুযোগ।

৩. ম্যাকগিল বিশ্ববিদ্যালয়
এটি কানাডার তৃতীয় সেরা বিশ্ববিদ্যালয়, যা মন্ট্রিয়লে অবস্থিত। কিউএস ওয়ার্ল্ড র‍্যাঙ্কিংয়ে এর অবস্থান ৩০তম। ম্যাকগিল বিশ্ববিদ্যালয় স্বাস্থ্যবিজ্ঞান, আইন ও আর্টস বিভাগের জন্য বিশেষভাবে পরিচিত। স্নাতক পর্যায়ের পড়াশোনার খরচ ২২ হাজার থেকে ৪৫ হাজার কানাডিয়ান ডলার এবং স্নাতকোত্তর পর্যায়ে ১৮ হাজার থেকে ৩৫ হাজার কানাডিয়ান ডলার। ম্যাকগিল এনট্রান্স স্কলারশিপসহ অন্যান্য ফান্ডিং সুবিধা শিক্ষার্থীদের জন্য সহায়ক।

ইউনিভার্সিটি অব আলবার্টা, কানাডা। ছবি: সংগৃহী
ইউনিভার্সিটি অব আলবার্টা, কানাডা। ছবি: সংগৃহী

৪. ম্যাকমাস্টার ইউনিভার্সিটি
কানাডার হ্যামিলটন শহরের একটি প্রধান শিক্ষাপ্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ে এটি ২০২৫ সালের কিউএস ওয়ার্ল্ড র‍্যাঙ্কিংয়ে এটি ১০৩তম স্থানে রয়েছে।

স্বাস্থ্যবিজ্ঞান, প্রকৌশল ও ব্যবসা বিভাগের জন্য ম্যাকমাস্টার বিশেষভাবে পরিচিত। স্নাতক পর্যায়ের পড়াশোনার বার্ষিক খরচ প্রোগ্রামভেদে ৪০ হাজার ৯৬০ কানাডিয়ান ডলার থেকে ৬১ হাজার ৭২৪ কানাডিয়ান ডলার। স্নাতকোত্তর পর্যায়ে এই খরচ ৫৫ হাজার ৫০০ কানাডিয়ান ডলার থেকে ৬৮ হাজার ৩০৯ কানাডিয়ান ডলার। আন্তর্জাতিক শিক্ষার্থীদের আর্থিক সহায়তার জন্য ম্যাকমাস্টার ইউনিভার্সিটি বিভিন্ন বৃত্তি ও পুরস্কার দেয়। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনট্রান্স অ্যাওয়ার্ডস’ এবং ‘ম্যাকমাস্টার ইউনিভার্সিটি অ্যাওয়ার্ড অব এক্সেলেন্স’।

ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া, কানাডা। ছবি: সংগৃহী
ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া, কানাডা। ছবি: সংগৃহী

৫. ইউনিভার্সিটি অব আলবার্টা
কানাডার এডমন্টন শহরের একটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব আলবার্টা। বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিংয়ে এটির অবস্থান ১০৯তম। ইঞ্জিনিয়ারিং, বিজনেস ও পরিবেশবিজ্ঞান বিভাগের জন্য এই বিশ্ববিদ্যালয়ের সুপরিচিতি রয়েছে। স্নাতক পর্যায়ের পড়াশোনার খরচ ৩০ হাজার থেকে ৪৫ হাজার কানাডিয়ান ডলার এবং স্নাতকোত্তর পর্যায়ে ১৫ হাজার থেকে ৩০ হাজার কানাডিয়ান ডলার। ইউনিভার্সিটি অব আলবার্টা ইন্টারন্যাশনাল স্কলারশিপ এবং গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ শিক্ষার্থীদের আর্থিক চাপ কমাতে সহায়তা করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ছড়িয়ে পড়ছে এইচএমপিভি ভাইরাস, লক্ষণ, চিকিৎসা ও প্রতিরোধ জানুন

ওবায়দুল কাদের–শেখ হেলাল পালিয়েছেন যশোর যুবদল নেতার সহযোগিতায়, দাবি সাবেক নেতার

আবুল খায়ের গ্রুপে চাকরি, শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে

স্ত্রী-ছেলেসহ নাফিজ সরাফতের ২২ ফ্ল্যাট, বাড়ি ও জমি ক্রোকের নির্দেশ

এয়ার অ্যাম্বুলেন্সে উঠেছেন খালেদা জিয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত