Ajker Patrika

রাশিয়ার স্কোলটেক বিশ্ববিদ্যালয়ে বিনা খরচে পড়ার সুযোগ

অনলাইন ডেস্ক
আপডেট : ১৩ মার্চ ২০২২, ১০: ৩০
রাশিয়ার স্কোলটেক বিশ্ববিদ্যালয়ে বিনা খরচে পড়ার সুযোগ

মাস্টার্স ও পিএইচডিতে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে রাশিয়ার স্কোলকোভো ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (স্কোলটেক)। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১০ জুলাই ২০২২ পর্যন্ত। 

এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা টিউশন ফি ছাড়াই পড়াশোনা করতে পারবেন। এ ছাড়া উপবৃত্তি হিসেবে প্রতি মাসে ৪০ হাজার রাশিয়ান রুবেল প্রদান করা হবে, বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৪৫ হাজার টাকা। স্বাস্থ্যবিমা প্রদান করা হবে। মাস্টার্সের মেয়াদ ২ বছর এবং পিএইচডির মেয়াদ ৩ বছর। 

এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা কম্পিউটেশনাল সায়েন্স, ডেটা সায়েন্স, এনার্জি সিস্টেম, ইন্টারনেট অব থিংস এবং ওয়্যারলেস টেকনোলজিস, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, স্পেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিস্টেম, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং ও ফোটোনিক্স অ্যান্ড কোয়ান্টাম নিয়ে মাস্টার্সে পড়াশোনা করতে পারবেন। এ ছাড়া কম্পিউটেশনাল সায়েন্স, ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং সিস্টেম, পদার্থবিদ্যা, প্রকৌশল, গণিত ও পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করতে পারবেন।  

পিএইচডির জন্য মাস্টার্সে ভালো ফলধারী হতে হবে। ইংরেজিতে দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে। আইইএলটিএসে ন্যূনতম ৬ স্কোর পেতে হবে অথবা টোয়েফলে ন্যূনতম ৮০ স্কোর তুলতে হবে। 

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। এখানে আবেদন করুন- 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত