Ajker Patrika

জাবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

জাবি প্রতিনিধি
জাবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২৩ স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় বি সি ও ই ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে এই ফলাফল দেখা যায়। তবে বি ইউনিটের ফলাফলে শিফট বৈষম্যের অভিযোগ উঠেছে। 

বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক বশির আহমেদ জানান, চলতি বছর বি ইউনিটের পরীক্ষায় আইন অনুষদসহ ৩৮৬টি আসনের বিপরীতে পরীক্ষা দিয়েছে ৩১ হাজার ৭২৭ জন শিক্ষার্থী। পাস করেছে নয় হাজার ৭৬৪ জন। পাসের হার ৩০ দশমিক ৭৭ শতাংশ। 

বি ইউনিটের ছাত্র–ছাত্রীদের পৃথক দুইটি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ছাত্রদের প্রথম শিফটে ৫৭ জন ও দ্বিতীয় শিফটে ১৩৬ জন ভর্তি–ইচ্ছুক মেধা তালিকায় স্থান পেয়েছে। অপরদিকে ছাত্রীদের প্রথম শিফটে মাত্র ২২ জন ও দ্বিতীয় শিফটে ১৭১ জন ভর্তি–ইচ্ছুক মেধা তালিকায় স্থান পেয়েছে। 

ই ইউনিটের তথা বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক নীলাঞ্জন কুমার সাহা জানান, ২০০টি আসনের বিপরীতে এবার পরীক্ষা দিয়েছে ১৩ হাজার ৬৩৩ জন। পাসের হার ৪৪ দশমিক ৩৮ শতাংশ। 

এ ছাড়া সি ইউনিটের অধীনে কলা ও মানবিক অনুষদে ৩৮৮টি আসনের বিপরীতে পরীক্ষা দিয়েছে ৩২ হাজার ৫১০ জন শিক্ষার্থী। পাস করেছে ১৮ হাজার ৬৯০ জন। পাসের হার ৭৭ দশমিক ৫ শতাংশ। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রত্যেক ইউনিটের ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক আসনের বিপরীতে মোট আসনসংখ্যার দশগুণ শিক্ষার্থীর মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। তবে সি ইউনিটে পৃথকভাবে প্রত্নতত্ত্ব ও ইংরেজি বিভাগ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের জন্য আলাদা তালিকা প্রকাশ করা হয়েছে। একই ইউনিটে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখার শিক্ষার্থীদের জন্যও আলাদা মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। 

শিফট বৈষম্যের বিষয়ে সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক বশির আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘শিফট পদ্ধতিতে একটি বৈষম্য তৈরি হয়। তবে সব শিফটে প্রশ্ন একই ক্যাটাগরিতে অনেকগুলো সেটে হয়। আমরা শিফট পদ্ধতি থেকে বের হতে চেয়েছি। কিন্তু একাডেমিক কাউন্সিলে অনেক শিক্ষক এই সিদ্ধান্তের বিরোধিতা করায় আমরা তা বাস্তবায়ন করতে পারিনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত