গবেষণা হলো তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং নতুন জ্ঞান উন্মোচনের একটি সুনির্দিষ্ট পদ্ধতি। নতুন শিক্ষার্থীদের জন্য এটি বেশ চ্যালেঞ্জিং। তবে সঠিক দিকনির্দেশনা ও কৌশল অনুসরণ করলে সফলভাবে গবেষণা শুরু করা সম্ভব। গবেষণা শুরু করতে হলে দরকার দৃঢ় সংকল্প, সঠিক বিষয় নির্বাচন, প্রাসঙ্গিক সরঞ্জাম ও কৌশলের ব্যবহার। শিক্ষার্থীদের গবেষক হওয়ার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক প্রশান্ত কুমার শীল।
প্রশান্ত কুমার শীল
গবেষণা কীভাবে শুরু করবেন
গবেষণা শুরু করতে হলে প্রথমেই গবেষণার প্রতি আগ্রহ ও স্থির সংকল্প থাকতে হবে। অনেক শিক্ষার্থী গবেষণার চিন্তায় অনেক বেশি বিভোর হয়ে পড়েন। এতে করে গবেষণা শুরুর আগেই হতাশ হতে হয়। তবে গবেষণা করতে গেলে অতিরিক্ত চিন্তা না করে ধাপে ধাপে এগোনো উচিত। গবেষণা (Research) শব্দটি “Re” এবং “Search” দুটি অংশে বিভক্ত। যার অর্থ হলো পুনরায় অনুসন্ধান করা। গবেষণার জন্য নির্দিষ্ট কোনো ডিগ্রির প্রয়োজন নেই, তবে বিষয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয় নির্বাচন সঠিক হলে গবেষণায় অগ্রগতি সহজ হয়।
গবেষণার বিষয় নির্বাচন
গবেষণার বিষয় নির্ধারণের ক্ষেত্রে প্রথমে ঠিক করতে হবে কোন শাখায় গবেষণা করতে চান। এরপর সংশ্লিষ্ট বিষয়ের ওপর গবেষণার উদ্দেশ্য নির্ধারণ করতে হবে। বিষয় নির্বাচনের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনায় রাখা জরুরি–
■ গবেষণার প্রাসঙ্গিকতা।
■ গবেষণার উদ্দেশ্য ও সম্ভাব্য ফল।
■ সংশ্লিষ্ট ক্ষেত্রের পূর্ববর্তী গবেষণা।
■ বিষয়টির প্রয়োজনীয় উপাত্ত ও তথ্য সংগ্রহের সুযোগ।
■ গবেষণার জন্য গুগল স্কলার, পাবমেড (বিশেষ করে মেডিকেল সায়েন্সের জন্য) এবং অন্যান্য জার্নাল অনুসন্ধান করা যেতে পারে।
গবেষণার সরঞ্জাম ও সফটওয়্যার
আধুনিক প্রযুক্তি গবেষণাকে অনেক সহজ করে তুলেছে। গবেষণা পরিচালনার জন্য বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করা যেতে পারে। যেমন:
■ ডেটা বিশ্লেষণ ও ভিজুয়ালাইজেশন: SPSS, ZAMOB, Python.
■ সার্চ ও রেফারেন্স ম্যানেজমেন্ট: Google Scholar, Zotero, Mendeley.
■ ডকুমেন্ট প্রক্রিয়াকরণ: Microsoft Word, Excel, Google Docs, Google Sheets.
■ প্লাগিয়ারিজম চেকার: Turnitin, Writer Check.
■ গ্রামার চেকার: Grammarly, Spell Checker.
গবেষণা সহজ করার কৌশল
গবেষণা আরও কার্যকর করতে নিম্নলিখিত বিষয়গুলো অনুসরণ করা উচিত। যেমন:
■ সঠিক কি-ওয়ার্ড ব্যবহার করে তথ্য অনুসন্ধান করা।
■ বুলিয়ান অপারেটর (AND, OR, NOT) ব্যবহার করে আরও কার্যকর সার্চ করা।
■ রেফারেন্স ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার করা।
■ গবেষণার ফল তুলনামূলক ও বিশ্লেষণমূলক উপায়ে উপস্থাপন করা।
এআই এবং গবেষণা
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) গবেষণাকে আরও সহজ করে তুলেছে। চ্যাটজিপিটির মতো এআই টুল গবেষণার সহায়ক হতে পারে। তবে কপি-পেস্ট এড়িয়ে গুণগত এবং মৌলিক গবেষণার দিকে গুরুত্ব দিতে হবে। গবেষণা একটি কাঠামোবদ্ধ প্রক্রিয়া, যা সঠিক পরিকল্পনা ও কার্যকর সরঞ্জাম ব্যবহারের মাধ্যমে সফল করা সম্ভব। শিক্ষার্থীদের উচিত গবেষণাকে একটি গঠনমূলক চ্যালেঞ্জ হিসেবে নেওয়া এবং মৌলিক গবেষণা করার দিকে গুরুত্ব দেওয়া।
অনুলিখন: তারানা তানজিনা মিতু
গবেষণা কীভাবে শুরু করবেন
গবেষণা শুরু করতে হলে প্রথমেই গবেষণার প্রতি আগ্রহ ও স্থির সংকল্প থাকতে হবে। অনেক শিক্ষার্থী গবেষণার চিন্তায় অনেক বেশি বিভোর হয়ে পড়েন। এতে করে গবেষণা শুরুর আগেই হতাশ হতে হয়। তবে গবেষণা করতে গেলে অতিরিক্ত চিন্তা না করে ধাপে ধাপে এগোনো উচিত। গবেষণা (Research) শব্দটি “Re” এবং “Search” দুটি অংশে বিভক্ত। যার অর্থ হলো পুনরায় অনুসন্ধান করা। গবেষণার জন্য নির্দিষ্ট কোনো ডিগ্রির প্রয়োজন নেই, তবে বিষয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয় নির্বাচন সঠিক হলে গবেষণায় অগ্রগতি সহজ হয়।
গবেষণার বিষয় নির্বাচন
গবেষণার বিষয় নির্ধারণের ক্ষেত্রে প্রথমে ঠিক করতে হবে কোন শাখায় গবেষণা করতে চান। এরপর সংশ্লিষ্ট বিষয়ের ওপর গবেষণার উদ্দেশ্য নির্ধারণ করতে হবে। বিষয় নির্বাচনের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনায় রাখা জরুরি–
■ গবেষণার প্রাসঙ্গিকতা।
■ গবেষণার উদ্দেশ্য ও সম্ভাব্য ফল।
■ সংশ্লিষ্ট ক্ষেত্রের পূর্ববর্তী গবেষণা।
■ বিষয়টির প্রয়োজনীয় উপাত্ত ও তথ্য সংগ্রহের সুযোগ।
■ গবেষণার জন্য গুগল স্কলার, পাবমেড (বিশেষ করে মেডিকেল সায়েন্সের জন্য) এবং অন্যান্য জার্নাল অনুসন্ধান করা যেতে পারে।
গবেষণার সরঞ্জাম ও সফটওয়্যার
আধুনিক প্রযুক্তি গবেষণাকে অনেক সহজ করে তুলেছে। গবেষণা পরিচালনার জন্য বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করা যেতে পারে। যেমন:
■ ডেটা বিশ্লেষণ ও ভিজুয়ালাইজেশন: SPSS, ZAMOB, Python.
■ সার্চ ও রেফারেন্স ম্যানেজমেন্ট: Google Scholar, Zotero, Mendeley.
■ ডকুমেন্ট প্রক্রিয়াকরণ: Microsoft Word, Excel, Google Docs, Google Sheets.
■ প্লাগিয়ারিজম চেকার: Turnitin, Writer Check.
■ গ্রামার চেকার: Grammarly, Spell Checker.
গবেষণা সহজ করার কৌশল
গবেষণা আরও কার্যকর করতে নিম্নলিখিত বিষয়গুলো অনুসরণ করা উচিত। যেমন:
■ সঠিক কি-ওয়ার্ড ব্যবহার করে তথ্য অনুসন্ধান করা।
■ বুলিয়ান অপারেটর (AND, OR, NOT) ব্যবহার করে আরও কার্যকর সার্চ করা।
■ রেফারেন্স ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার করা।
■ গবেষণার ফল তুলনামূলক ও বিশ্লেষণমূলক উপায়ে উপস্থাপন করা।
এআই এবং গবেষণা
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) গবেষণাকে আরও সহজ করে তুলেছে। চ্যাটজিপিটির মতো এআই টুল গবেষণার সহায়ক হতে পারে। তবে কপি-পেস্ট এড়িয়ে গুণগত এবং মৌলিক গবেষণার দিকে গুরুত্ব দিতে হবে। গবেষণা একটি কাঠামোবদ্ধ প্রক্রিয়া, যা সঠিক পরিকল্পনা ও কার্যকর সরঞ্জাম ব্যবহারের মাধ্যমে সফল করা সম্ভব। শিক্ষার্থীদের উচিত গবেষণাকে একটি গঠনমূলক চ্যালেঞ্জ হিসেবে নেওয়া এবং মৌলিক গবেষণা করার দিকে গুরুত্ব দেওয়া।
অনুলিখন: তারানা তানজিনা মিতু
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইউসুফ আলী। ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও জনপ্রিয় একটি স্কলারশিপ ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ পেয়ে মাস্টার্সের জন্য নির্বাচিত হয়েছেন।
১১ ঘণ্টা আগেচলতি বছরই অভিনেত্রী তামান্না ভাটিয়ার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল অভিনেতা বিজয় ভার্মার। কিন্তু সময়ের সঙ্গে বদলে গেছে তাদের সম্পর্কের সমীকরণ। এখন তারা শুধুই ‘বন্ধু’। একে-অপরের প্রতি সম্মান রেখে দূরত্ব টেনেছেন তাঁরা।
২ দিন আগেএকটা বিশেষ সময়ে এবার ঈদুল ফিতর আমাদের সামনে হাজির হচ্ছে। নিরাপদ পরিবেশে আমরা পরিবারের সঙ্গে এই ঈদ আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করব। ঈদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে যাঁরা ঢাকায় থাকবেন, তাঁদের জন্য বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা থাকবে।
৩ দিন আগেঈদ মানেই খুশি, আনন্দ আর উৎসব। কিন্তু সমাজের কিছু মানুষ এই আনন্দ থেকে বঞ্চিত থাকে। ছোট্ট শিশু রায়হান, যার বাবা অসুস্থ থাকায় নতুন জামা কেনা হয়নি। ১৩ বছরের ইসমাইল, বাবা-মা থেকেও নেই তার; একটি মনিহারি দোকানে কাজ করে, যেখানে ঈদের নতুন জামা যেন বিলাসিতা...
৩ দিন আগে