খুবি প্রতিনিধি
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সঙ্গে যৌথ গবেষণা করার আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডসের ওয়াগিনন বিশ্ববিদ্যালয়। আজ শনিবার সকাল ১০টায় খুবি উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই আগ্রহ প্রকাশ করেন নেদারল্যান্ডসের ওয়াগিনন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও জলবায়ু বিশেষজ্ঞ অধ্যাপক ড. ফুলকো লুডউইক।
এ সময় তাঁরা বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব নিয়ে আলোচনা করেন। আলোচনায় বাংলাদেশের সুন্দরবন, উপকূলীয় অঞ্চলের জলবায়ুগত অবস্থা ও ভবিষ্যতের সম্ভাব্য পরিস্থিতি এবং এর প্রভাব বিশেষ গুরুত্ব পায়।
প্রফেসর ফুলকো কৃষিক্ষেত্রে আবহাওয়া ও জলবায়ুর প্রভাব মোকাবিলা করে ফল ও ফসল উৎপাদনের সক্ষমতা বৃদ্ধি, পানি ব্যবস্থাপনাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে এর পর্যবেক্ষণ ও আগ্রহের বিষয়গুলো তুলে ধরেন। তিনি এসব বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ শিক্ষা ও গবেষণায় আগ্রহ প্রকাশ করেন এবং ভবিষ্যতে উভয় পক্ষের মধ্যে একটি এমওইউ স্বাক্ষরিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন সফররত প্রফেসর ফুলকোকে খুলনা বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানিয়ে বলেন, ‘প্রকৃতপক্ষে সুন্দরবন উপকূল তথা এই অঞ্চলে জলবায়ুগত পরিবর্তনের ফলে ঝুঁকি বাড়ছে। উপকূলীয় অঞ্চলের জীবনযাত্রার ওপরও তা নেতিবাচক প্রভাব ফেলছে।’
তিনি আরও বলেন, ‘উপকূলীয় অঞ্চলের জীববৈচিত্র্য এবং বিশেষ করে সুন্দরবন ও এর প্রভাবিত এলাকা নিয়ে শিক্ষা ও গবেষণার অনেক ক্ষেত্র রয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে এসম্পর্কিত অনেকগুলো বিষয় রয়েছে, যার সঙ্গে ওয়াগিনন বিশ্ববিদ্যালয় যৌথ শিক্ষা ও গবেষণায় এগিয়ে এলে আমাদের শিক্ষক ও শিক্ষার্থীরা উপকৃত হবে। একই সঙ্গে গবেষণার মাধ্যমে নতুন নতুন দিকনির্দেশনা পাওয়া যাবে।’
এ সময় উপাচার্য সুন্দরবনের ওপর লিখিত তাঁর গবেষণাগ্রন্থের একটি কপি প্রফেসর ফুলকোকে উপহার দেন। এ সময় ওয়াগিনন বিশ্ববিদ্যালয় থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক-শিক্ষার্থী উচ্চতর শিক্ষা ও গবেষণা সম্পন্ন করেছেন, তাঁদের নিয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগের নেওয়া হবে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস, প্রাক্তন শিক্ষার্থী গবেষক ড. উৎপল কুমার, খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক পিএইচডি গবেষক আব্দুল্লাহ আল মাসুদ, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান, ওয়াগিনন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও খুবি উপাচার্যের সচিব সঞ্জয় সাহা উপস্থিত ছিলেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সঙ্গে যৌথ গবেষণা করার আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডসের ওয়াগিনন বিশ্ববিদ্যালয়। আজ শনিবার সকাল ১০টায় খুবি উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই আগ্রহ প্রকাশ করেন নেদারল্যান্ডসের ওয়াগিনন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও জলবায়ু বিশেষজ্ঞ অধ্যাপক ড. ফুলকো লুডউইক।
এ সময় তাঁরা বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব নিয়ে আলোচনা করেন। আলোচনায় বাংলাদেশের সুন্দরবন, উপকূলীয় অঞ্চলের জলবায়ুগত অবস্থা ও ভবিষ্যতের সম্ভাব্য পরিস্থিতি এবং এর প্রভাব বিশেষ গুরুত্ব পায়।
প্রফেসর ফুলকো কৃষিক্ষেত্রে আবহাওয়া ও জলবায়ুর প্রভাব মোকাবিলা করে ফল ও ফসল উৎপাদনের সক্ষমতা বৃদ্ধি, পানি ব্যবস্থাপনাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে এর পর্যবেক্ষণ ও আগ্রহের বিষয়গুলো তুলে ধরেন। তিনি এসব বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ শিক্ষা ও গবেষণায় আগ্রহ প্রকাশ করেন এবং ভবিষ্যতে উভয় পক্ষের মধ্যে একটি এমওইউ স্বাক্ষরিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন সফররত প্রফেসর ফুলকোকে খুলনা বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানিয়ে বলেন, ‘প্রকৃতপক্ষে সুন্দরবন উপকূল তথা এই অঞ্চলে জলবায়ুগত পরিবর্তনের ফলে ঝুঁকি বাড়ছে। উপকূলীয় অঞ্চলের জীবনযাত্রার ওপরও তা নেতিবাচক প্রভাব ফেলছে।’
তিনি আরও বলেন, ‘উপকূলীয় অঞ্চলের জীববৈচিত্র্য এবং বিশেষ করে সুন্দরবন ও এর প্রভাবিত এলাকা নিয়ে শিক্ষা ও গবেষণার অনেক ক্ষেত্র রয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে এসম্পর্কিত অনেকগুলো বিষয় রয়েছে, যার সঙ্গে ওয়াগিনন বিশ্ববিদ্যালয় যৌথ শিক্ষা ও গবেষণায় এগিয়ে এলে আমাদের শিক্ষক ও শিক্ষার্থীরা উপকৃত হবে। একই সঙ্গে গবেষণার মাধ্যমে নতুন নতুন দিকনির্দেশনা পাওয়া যাবে।’
এ সময় উপাচার্য সুন্দরবনের ওপর লিখিত তাঁর গবেষণাগ্রন্থের একটি কপি প্রফেসর ফুলকোকে উপহার দেন। এ সময় ওয়াগিনন বিশ্ববিদ্যালয় থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক-শিক্ষার্থী উচ্চতর শিক্ষা ও গবেষণা সম্পন্ন করেছেন, তাঁদের নিয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগের নেওয়া হবে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস, প্রাক্তন শিক্ষার্থী গবেষক ড. উৎপল কুমার, খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক পিএইচডি গবেষক আব্দুল্লাহ আল মাসুদ, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান, ওয়াগিনন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও খুবি উপাচার্যের সচিব সঞ্জয় সাহা উপস্থিত ছিলেন।
প্রাকৃতিক নৈসর্গে ভরপুর থাইল্যান্ড প্রকৃতিপ্রেমী মেধাবীদের জন্য উচ্চশিক্ষার এক অনন্য গন্তব্য। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটি বিদেশি শিক্ষার্থীদের সম্পূর্ণ অর্থায়িত বৃত্তিতে পড়ার সুযোগ দিচ্ছে। দেশটির এশিয়ান ইউনিভার্সিটি অব টেকনোলজির (এআইটি) রয়েল থাই স্কলারশিপ ২০২৫ সেরকমই একটি বৃত্তি।
৬ ঘণ্টা আগেছাত্রজীবনে মনোযোগ একটি বিশেষ গুরুত্বপূর্ণ গুণ। যা শিক্ষার্থীদের অ্যাকাডেমিক সফলতার পাশাপাশি ব্যক্তিগত ও পেশাগত জীবনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস এবং সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতি আসক্তি শিক্ষার্থীদের মনোযোগ ভঙ্গ করার অন্যতম কারণ
৬ ঘণ্টা আগেইউনিভার্সিটি অব স্কলার্সের মেকাট্রনিক্স ক্লাব আয়োজিত ও ইইই ডিপার্টমেন্ট পরিচালিত ‘বিয়ন্ড বাউন্ডারিস-২৪’ অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। গত শুক্রবার (২২ নভেম্বর) ইউনিভার্সিটি অব স্কলার্সে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রায় ১০০ শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন
১২ ঘণ্টা আগেড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তত্ত্বাবধানে আগামী ৭ ডিসেম্বর (শনিবার) ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্টের (আইসিপিসি) ঢাকা আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাভারের ড্যাফোডিল স্মার্ট সিটি ক্যাম্পাসের স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে এই আয়োজন হবে
১৬ ঘণ্টা আগে