Ajker Patrika

লাফায়েতে লুইজিয়ানা বিশ্ববিদ্যালয়ে বৃত্তি পাবেন যেভাবে

আপডেট : ১১ আগস্ট ২০২৪, ০৮: ৫৪
লাফায়েতে লুইজিয়ানা বিশ্ববিদ্যালয়ে বৃত্তি পাবেন যেভাবে

লাফায়েতে লুইজিয়ানা বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের একটি সরকারি গবেষণা বিশ্ববিদ্যালয়। এখানে বিদেশি শিক্ষার্থীদের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে বৃত্তির ব্যবস্থা আছে। বাংলাদেশ থেকে এ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন নুজহাত তারান্নুম। কীভাবে তিনি এ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছেন সে গল্প শুনেছেন মমতাজ জাহান মম

আবেদনের যোগ্যতা
শিক্ষার্থীরা চাইলে লাফায়েতে লুইজিয়ানা বিশ্ববিদ্যালয় স্নাতক পর্বেও ভর্তির আবেদন করতে পারবেন। কিন্তু এ বিশ্ববিদ্যালয়টি স্নাতকে খুব বেশি স্কলারশিপ দেয় না। তাই নুজহাত তারান্নুমের পরামর্শ, স্নাতকোত্তর বা পিএইচডি পর্যায়ের জন্য আবেদন করার। এতে স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে।

বৃত্তি পাওয়ার যোগ্যতা
যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর পর্বে এটিকে বৃত্তি বা স্কলারশিপ হিসেবে দেখা হয় না। এটাকে বলা হয় ফান্ডিং ম্যানেজ করা। এ ফান্ডিং একজন শিক্ষার্থীর পুরো টিউশন ফি কভার করবে। একই সঙ্গে একজন শিক্ষার্থীর অন্যান্য খরচের জন্যও মাসিক ভাতার ব্যবস্থা রয়েছে। এ জন্য যে যোগ্যতা থাকতে হবে-

  • সিজিপিএ ৩.২৫ বা তার বেশি
  • গবেষণা ও কনফারেন্সের অভিজ্ঞতা
  • আইএলটিএস স্কোর হতে হবে কমপক্ষে ৬.৫ এবং স্পিকিংয়ে ৭
  • আর্টস ও সমাজবিজ্ঞান অনুষদে ভর্তির জন্য লেখালেখির ওপর ভালো দক্ষতা থাকতে হবে। 

যেভাবে বৃত্তি পেলেন
স্নাতকোত্তর পাস করার পরপরই উচ্চতর শিক্ষার জন্য দেশের বাইরে যাওয়ার বিষয়ে মনস্থির করেন নুজহাত। কিন্তু পারিবারিক অবস্থা তেমন অনুকূলে ছিল না তাঁর। ফলে তিনি সব সময় চেষ্টা চালিয়ে যান ফান্ড ম্যানেজ করা বা স্কলারশিপ পাওয়ার জন্য। ২০২১ সালে আইসিসি স্কলারশিপের জন্য আবেদন শুরু করেন নুজহাত এবং ২০২২ সালে নির্বাচিত হন। পরে ফুল ফ্রি স্কলারশিপে ভারতের শিবাজি বিশ্ববিদ্যালয় এবং মহারাষ্ট্রে যাওয়ার সুযোগ পান নুজহাত। কিন্তু কিছু পারিপার্শ্বিক কারণে সেবার আর যাওয়ার সুযোগ হয়নি। ২০২২ সালের শেষে তিনি আমেরিকার ৬টি বিশ্ববিদ্যালয়ে বৃত্তির আবেদন করেন। প্রতিটিতে তিনি নির্বাচিত হন এবং দুটিতে ফুল ফান্ডসহ গ্র্যাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ পান।

যেভাবে প্রস্তুতি নেওয়া উচিত
আবেদন প্রক্রিয়ার ক্ষেত্রে প্রথমেই স্নাতক শেষ হওয়ার পর ভালো একটি রাইটিং স্যাম্পল লিখে ফেলা উচিত। পাশাপাশি আইইএলটিএস শেষ করতে হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। অবশ্যই তা নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের শর্ত এবং নিজেদের প্রোফাইলের সঙ্গে মিলিয়ে করতে হবে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হলে প্রথমে ইউনিভার্সিটি পোর্টালে একটি অ্যাকাউন্ট খুলতে হয়। এরপর কিছু গুরুত্বপূর্ণ কাগজ জমা দিতে হবে। এর মধ্যে থাকে ট্রান্সক্রিপ্ট, আইইএলটিএস স্কোর, রাইটিং স্যাম্পল, স্টেটমেন্ট অব পারপাস, রিকমেন্ডেশন লেটার।

এ ফাইলগুলো জমা দেওয়ার পর আবেদন ফি দিতে হবে। ২ থেকে ৩ মাসের মধ্যে বিশ্ববিদ্যালয় থেকে ফলাফল জানানো হবে ই-মেইলের মাধ্যমে।

বৃত্তি পাবেন যেভাবে
কোথাও স্কলারশিপ বা ফান্ডিং পাওয়া সহজ নয়। একজন শিক্ষার্থীর প্রাতিষ্ঠানিক যোগ্যতা, সিজিপিএ এবং শিক্ষার্থীর গবেষণা দক্ষতার ওপর ভিত্তি করে সেটি দেওয়া হয়। একটি কথা নিশ্চিত করে বলা যায়, পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে নিজের প্রোফাইল কর্তৃপক্ষের সামনে তুলে ধরতে পারলে কোনো শিক্ষার্থী হতাশ হবেন না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, সংঘর্ষে নিহত ১

শাশুড়ির মৃত্যুর খবর শুনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু

নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক নিয়ে কী প্রস্তাব এল, জানালেন আখতার

আবরার হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমির পলায়নের বিষয়ে যা জানাল কারা অধিদপ্তর

রামদা হাতে যুবলীগ নেতার ভিডিও ভাইরাল, পরে গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত